ব্যবহারকারী:Masrur 09/ড এম এ ওয়াজেদ মিয়া স্বর্নপদক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক
বিবরণবিভিন্ন দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ক্রিয়াবিদ, সামাজিক ব্যক্তিত্বকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এ পুরস্কার দেয়া হয়
অবস্থানঢাকা, বাংলাদেশ
দেশবাংলাদেশ
পুরস্কারদাতাড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন
প্রথম পুরস্কৃত২০১০; ১৪ বছর আগে (2010)
সর্বশেষ পুরস্কৃত২০২৪|২০২৩}}
টেলিভিশন/রেডিও কভারেজ
নেটওয়ার্কআন্তর্জাতিক
  • এম.এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক এর মাধ্যমে গুনী ব্যাক্তিদের সম্মানিত করা হয়ে থাকে

২০১০ সালে ১৬ই ফেব্রুয়ারী ফরিদপুর জাতীয় প্রেসক্লাব থেকে জনাব এ কে এম ফরহাদুল কবির প্রতিষ্ঠা করেন ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন।[১] ২০১০ সাল পর্যন্ত ৮৬ জন গুণী ব্যক্তিকে "ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক" প্রদান করা হয়েছে[২]বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক,ক্রিয়াবিদ, সামাজিক ব্যক্তিত্ব্দের জাতীয়/আন্তজার্তিক পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১০ সাল থেকে .এম. ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক প্রদান করা হচ্ছে।[৩]

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া কে নিয়ে ঘিরে সংগঠন ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ২০১০ সালে এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক [৪]প্রদান করে থাকে।

আন্তজার্তিক[সম্পাদনা]

বাংলাদেশ সহ ভারত জাপান কানাডা যুক্তরাজ্য নেপাল সহ বিভিন্ন দেশের জাতীয় ব্যাক্তিদের আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করে ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন।[৫] [৬]

সংক্ষিপ্ত তথ্য আন্তজার্তিক স্বর্ণপদক পদক প্রদান[সম্পাদনা]

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে ও মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে ড.এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক প্রদান করা হয়ে থাকে।

নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন দেশি ও বিদেশি ব্যক্তিকে এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদপক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।[৭]

১.প্রফেসর ড. বিদ্যুৎ বরণ সাহা ( বিজ্ঞানী ক্যাটাগরিতে, জাপান),

২.ড. এম আব্দুল মোতালেব ( বিজ্ঞানী ক্যাটাগরিতে, যুক্তরাষ্ট্র),

৩. প্রফেসর ড. গৌরীশংকর শাহ (বিজ্ঞানী ক্যাটাগরিতে, ভারত),

৪.প্রফেসর ড. এম রফিকুল ইসলাম (বিজ্ঞানী ক্যাটাগরিতে, কানাডা),

৫.মিতা মুখার্জী (সাংবাদিকতা ক্যাটাগরিতে, ভারত) [৮]

৬.সাংবাদিকতায় ভারতের সাংবাদিক অম্বর মুখার্জি,

৭.বিজ্ঞান গবেষণায় নেপালের বিজ্ঞানী ওমরদীপ চৌধুরীকে স্বর্ণপদক প্রদান করা হয়[৯]

৮.জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক কে ১১তম পদক প্রদান করা হয়।[১০]

৯.ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের চিকিৎসাখাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার ২০২২ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়এর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। [১১]

১০. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর থেকে আন্তর্জাতিক স্বর্ণপদক "ড. ওয়াজেদ মিয়া স্বর্ণপদক"।  পেয়েছেন সহকারী অধ্যাপক

১১.নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ও বিজ্ঞানী ড. মো. ফিরোজ খান কে পদক প্রদান করা হয়।[১২]

১২.ফরিদপুর পুলিশসুপার কে .এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০ পদক প্রদান করা হয়।[১৩]

১৩.শরিফ এনামুল কবির কে এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পদক প্রদান করা হয়।[১৪]

১৪. সৈয়দ আবুল হোসেন কে এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পদক প্রদান করা হয়।[১৫]

১৫.শামসুদ্দীন মোল্লা কে এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পদক প্রদান করা হয়।[১৬][১৭]

১৬.ফরিদপুর জেলা প্রসাসক কে এম.এ ওয়াজেদ আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে[১৮]

১৭.সংগঠক হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী এই পদক পেয়েছেন[১৯]

১৮. ক্রীড়ায় অবদান রাখায় সাবেক ফুটবলার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান কোচ সুজিত কুমার ব্যানার্জী (চন্দন) কে এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক প্রদান করা হয়েছে [২০] আরো অনেকে পেয়েছেন

  1. "এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক" 
  2. "পাঁচ গুণীকে ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সম্মাননা" 
  3. "বগুড়ায় ড. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত" 
  4. "৩ গুণীজন পেলেন ওয়াজেদ মিয়া স্বর্ণপদক" 
  5. ""বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তানদের নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী" 
  6. ""পাঁচ গুণীকে ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সম্মাননা" 
  7. "ড. এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক পেলেন ভোক্তা অধিকারের ডিজি" 
  8. "স্বর্ণপদক" 
  9. "স্বর্ণপদক" 
  10. "এম.এ ওয়াজেদ মিয়া আন্তজার্তিক স্বর্ণপদক পেলেন ভোক্তা অধিকারের ডিজি"জাগো নিউজ 
  11. "ওয়াজেদ মিয়া স্বর্ণপদক" 
  12. "আন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন এনএসইউর ড. ফিরোজ খান" 
  13. ""ড.এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০"মনোনিত হলেন ফরিদপুরের এসপি" 
  14. ""Five personalities get Wazed Miah Gold Medal" 
  15. ""Five personalities get Wazed Miah Gold Medal" 
  16. ""ড. এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন ৯ বিশিষ্টজন" 
  17. ""বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তানদের নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী" 
  18. ""ড.এম.এ.ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক-২০২০" মনোনিত হলেন ফরিদপুরের এসপি" 
  19. "৩ গুণীজনের ওয়াজেদ মিয়া স্বর্ণপদক অর্জন" 
  20. "৩ গুণীজন পেলেন ওয়াজেদ মিয়া স্বর্ণপদক"