ব্যবহারকারী:Jiboner&to/সেতুপতি (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেতুপতি
পরিচালকএস ইউ অরুণ কুমার
প্রযোজকশান সুতার্জন
রচয়িতাএস ইউ অরুণ কুমার
শ্রেষ্ঠাংশেবিজয় সেতুপতি
রম্যা নম্বীসান
সুরকারনিবাস কে প্রসন্ন
চিত্রগ্রাহকদীনেশ কৃষ্ণান
সম্পাদকশ্রীকর প্রসাদ
প্রযোজনা
কোম্পানি
বনসন মুভিজ
পরিবেশকঅরেঞ্জ ক্রিয়েশন
মুক্তি
  • ১৯ ফেব্রুয়ারি ২০১৬ (2016-02-19) (ভারত)
স্থিতিকাল১২২ মিনিট
দেশভারত
ভাষাতামিল

সেতুপতি হল ২০১৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় তামিল-ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যেটি লিখেছেন এবং পরিচালনা করেছেন এস ইউ অরুণ কুমার এবং প্রযোজনা করেছেন শান সুথরসন, এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং রম্যা নম্বীসান। ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারীতে চলচ্চিত্রটি পেক্ষাগৃহে মুক্তি পায়।

অভিনয়[সম্পাদনা]

  • ইন্সপেক্টর কালিমুথু সেতুপতির ভূমিকায় বিজয় সেতুপতি
  • মালারভিঝির ভূমিকায় রম্যা নম্বীসান
  • ভাথিয়ারের ভূমিকায় ভেলা রামামূর্তি
  • মাধীবাননের ভূমিকায় বিবেক প্রসন্ন
  • শেনবাগা মূর্তির ভূমিকায় লিঙ্গ
  • মারার ভূমিকায় মাস্টার রাঘবন
  • বি.ভি. কুমারের ভূমিকায় টিএসআর
  • বেবি তনুশ্রা
  • মুরুগানন্দম
  • কারুপু নম্বিয়ার
  • ফ্রান্সিস
  • মুরুগান
  • সন্থানলক্ষ্মী

উৎপাদন[সম্পাদনা]

২০১৫ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছিল এবং ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে চলচ্চিত্রটি মুক্তি করবে ভেবে চলচ্চিত্রটির শুটিং করেছিল। চেন্নাই, মাদুরাই এবং পোল্লাচির মতো জায়গায় মাত্র ৫০ দিনের মধ্যেই চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছিল এবং ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারীতেই চলচ্চিত্রটি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

সংগীত[সম্পাদনা]

না. গান গায়ক দৈর্ঘ্য (মি:সে)
"মাজহাই থুরলাম" নিবাস কে প্রসন্ন ৫:৪০
"কঞ্জি পেসিদা ভেনাম" কে. এস চিত্রা, শ্রীরাম পার্থসারথি ৩:৪৭
"হে মা" অনিরুধ রবিচন্দ্রন, ব্লাজে, এম কে বালাজি ৪:২৯
"হাওয়া হাওয়া" কার্তিক, সৈন্ধবী ৪:৩০
"থান কুটিল" ভি এম মহালিঙ্গম ৩:৪৩