ব্যবহারকারী:Hasan Mahmud Sajib

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি
Chittagong Astronomical Society
প্রতিষ্ঠাকাল২০১৯
দেশবাংলাদেশ
অঞ্চলচট্টগ্রাম

চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (CAS)

চট্টগ্রাম অঞ্চলে জ্যোতির্বিদ্যা জনপ্রিয়করণ করার লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। ২০১৯ সালে চট্টগ্রামের জ্যোতির্বিদ্যাপ্রেমী কিছু শিক্ষার্থী মিলে গড়ে তোলে এই সংগঠন। এর পরপর আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা (IAU)- এর শতবর্ষ পূর্তিতে বাহ্যগ্রহের নামকরণ ক্যাম্পেইন[১] নিয়ে চট্টগ্রামে প্রচারণা ছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বলয়গ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য অনুসন্ধিৎসু চক্রের সাথে কাজ করে সংগঠনের স্বেচ্ছাসেবক দল।[২] এরপর থেকেই জ্যোতির্বিদ্যা সংক্রান্ত নানা আয়োজনের মাধ্যমে ক্রমে পরিচিতি পায় এ সংগঠনটি। এ পর্যন্ত জ্যোতির্বিদ্যা সাক্ষরতা, জ্যোতির্বিজ্ঞান শিক্ষা ও প্রসারে নিয়মিত জ্যোতির্বিদ্যা পরিভাষা প্রচার, সাপ্তাহিক পাঠচক্র ও দেশের ও বিদেশের অনেক জ্যোতির্বিদদের নিয়ে বিষয়ভিত্তিক আলোচনার মতো নানারকম আয়োজন করেছে সংগঠনটি।[৩]

  1. "Chittagong Astronomical Society (CAS) : As we celebrate the 100th year anniversary of IAU, folks were intrigued by the "Above and Beyond" banners designed by IAU"www.facebook.com (ইংরেজি ভাষায়)। 04.10.2019। সংগ্রহের তারিখ 2021-09-08  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Chittagong Astronomical Society (CAS) along with Anusandhitshu Chakra took initiative for viewing the last solar eclipse of the decade with us"www.facebook.com (ইংরেজি ভাষায়)। 26.12.2019। সংগ্রহের তারিখ 2021-09-08  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "IAU এর শতবর্ষ পূর্তি ও বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে চট্টগ্রাম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জ্যোতির্বিদ্যা বিষয়ক প্রদর্শনীর আয়োজন"www.facebook.com (ইংরেজি ভাষায়)। ১০/০৯/২০১৯। সংগ্রহের তারিখ 2021-09-08  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)