ব্যবহারকারী:Eftekhar Naeem/বাংলাদেশী পাঁচ পয়সা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৫ পয়সা
বাংলাদেশ
মূল্য০.০৫
ভর১.৪ গ্রাম
ব্যাস২২ মিলিমিটার
পুরুত্ব১.৯৩ মিলিমিটার
কিনারামসৃণ
আকৃতিগোলাকার কোণ বিশিষ্ট বর্গ
গাঠনিক উপাদানঅ্যালুমিনিয়াম
প্রচলনের বছর১৯৭৩
অভিমুখ
নকশাশাপলা
বিপরীতদিক

পাঁচ পয়সা ১৯৭৩ সালে অ্যালুমিনিয়াম দিয়ে প্রথম তৈরি করা হয়। মূখ্য দিকের উপরে বাংলাদেশ লেখা, মাঝে লাঙল প্রতীক এবং নিচে পাঁচ পয়সা লেখা রয়েছে।[১] পয়সাটির ভর ১.৪ গ্রাম, ব্যাস ২২ মিলিমিটার এবং পুরুত্ব ১.৯৩ মিলিমিটার। পয়সার কিনারা মসৃণ এবং আকৃতি গোলাকার কোন বিশিষ্ট বর্গ আকৃতির। [২]

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানি রুপি ছিল দেশটির প্রচলিত মুদ্রা। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ৪ঠা মার্চ সর্বপ্রথম বাংলাদেশী মুদ্রার প্রচলন শুরু হয়।[৩] সরকারি মুদ্রার নাম রাখা হয় টাকা, পরবর্তীতে টাকাকে প্রকাশের চিহ্ন বা সংকেত হিসাবে "" কে নির্ধারণ করা হয়। টাকার সর্বনিম্ন একক নির্ধারণ করা হয় এক টাকা। আর এক টাকার শতাংশকে পয়সা নামে অভিহিত করা হয়। অর্থাৎ ৳১ সমান ১০০ পয়সা। ১৯৭৩ সালে ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা৫০ পয়সার প্রচলন শুরু হয়।[৩][৪]

১৯৭৩ সালে প্রথম পাঁচ পয়সার প্রচলন শুরু হয় । ১৯৭৩ সালের পর ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৭, ১৯৭৮, ১৯৭৯ এবং ১৯৯৪ সালে ৫ পয়সাটি ইস্যু হয়। [১]

নকশা[সম্পাদনা]

বৈশিষ্ট্য[সম্পাদনা]

নকশার পরিবর্তনের সাথে সাথে পঞ্চাশ পয়সার মুদ্রার বৈশিষ্ট্যগত কিছু পরিবর্তন করা হয়। এগুলো হলঃ

ক্রমিক নং মুদ্রা প্রকাশের সাল ধাতব উপাদান মুদ্রার আকৃতি ব্যসার্ধ (মিলিমিটার) পুরুত্ব (মিলিমিটার) ওজন (গ্রাম)
১৯৭৩ অ্যালুমিনিয়াম -
১৯৭৪ অ্যালুমিনিয়াম
১৯৭৫ অ্যালুমিনিয়াম
১৯৭৭ অ্যালুমিনিয়াম
১৯৭৮ অ্যালুমিনিয়াম
১৯৭৯ অ্যালুমিনিয়াম
১৯৯৪ অ্যালুমিনিয়াম

আরো পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নিউজ, ব্যাংকিং (২০১৯-১২-০৬)। "বাংলাদেশী কয়েনের সচিত্র ইতিহাস"Banking News Bangladesh :: A Platform for Bankers Community। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৭ 
  2. "5 Poisha, Bangladesh"en.numista.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৭ 
  3. "The History of Money:Bangladesh"prezi.com। ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১ 
  4. "BDT | Bangladeshi Taka | OANDA" (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-২১