বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Dipudipali/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

[সম্পাদনা]

বিরাপ্পান[সম্পাদনা]

কুসে মুনিস্বামী বিরাপ্পান(১৮ই জানুয়ারী ১৯৫২-১৮ই অক্টোবর ২০০৪)। বিরাপ্পান একজন ভারতীয়  ডাকাত হিসাবে কুখ‍্যাত ছিলেন। তিনি ৩৬ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত  ছিলেন। বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক নেতাদের অপহরণ করতেন এবং মুক্তিপণ দাবি করতেন।তার বিরুদ্ধে চন্দন কাঠ পাচার এর অভিযোগ ছিল। মূলত তামিল নাড়ু,কেরালা, কর্নাটক রাজ‍্যে জঙ্গল থেকে চন্দন কাঠ পাচার করতেন।

দীর্ঘ সময় পুলিশের হাত থেকে পালিয়ে থাকার জন্য অনেকে তাকে রবীন হুড ও ডাকতেন।

                     বিরাপ্পান[১][সম্পাদনা]

জন্ম                                ১৮ই জানুয়ারি,১৯৫২

                                       গোপিনাথম, মাইসোর,ভারত

মৃত্যু                              ১৮ই অক্টোবর,২০০৪

                                      (বয়স৫২)

                                       পাপ্পার পট্টি ,ধর্মপুরি, তামিল

                                        নাড়ু,ভারত

মৃত্যুর কারণ                    পুলিশের হাতে গুলিবিদ্ধ


সমাধি                       ‌     মুলাকাড়ু, তামিল নাড়ু

                                  

স্ত্রী                                মথুলক্ষী(বিবাহ [১৯৯০-২০০৪]


সন্তান                          ২জন কন‍্যা

 তিনি কর্ণাটকের গোপিনাথম এলাকায় ১৯৫২সালে জন্মগ্রহণ করেন।১৯৯০সালে মথুলক্ষীকে বিবাহ করেন। ওনার দুই মেয়ে বিদ‍্যারানী(১৯৯০) ও প্রভা(১৯৯৩)।[২]

প্রথম জীবন::[৩][সম্পাদনা]

বিরাপ্পান তার আত্মীয় সালভাই গাউন্ডারের সাথে চন্দন কাঠ চুরি এবং লুটপাট শুরু করেন।১৯৬৯সালে প্রথম অপরাধ জীবনে প্রবেশ করেন এবং ১৯৭২ সালে প্রথম গ্রেফতার হন।

মাত্র ১৭বছর বয়সে একজন পুলিশ অফিসারকে খুন করে।

মৃত্যু:[৪][সম্পাদনা]

:১৮ই অক্টোবর ২০০৪বিরাপ্পান ও তার দুই সহযোগীকে তামিল নাড়ু স্পেশাল টাস্কফোর্স হত‍্যা করে।এই স্পেশাল অপারেশনটি operation cocoon নামে খ‍্যাত।

তামিল নাড়ুর পাপ্পারপট্টি গ্রামে এই ঘটনা টি ঘটে।

এই জায়গাটা এখন একটি টুরিস্ট স্পট হিসেবে করা হয়েছে।

  1. Oct 19, Shivani Singh / TNN /; 2004; Ist, 23:36। "Unravelling an Enigma | India News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৭ 
  2. Kumar, M. T. Shiva (২০১১-০৪-২৬)। "Muthulakshmi to bring out book on ‘police atrocities'"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৭ 
  3. Harding, Luke (২০০০-০৮-০৫)। "In the lair of India's asthmatic bandit king"The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৭ 
  4. Krupakar (২০১১-০৮-০১)। Birds, Beasts and Bandits: 14 Days with Veerappan (ইংরেজি ভাষায়)। Penguin UK। আইএসবিএন 978-81-8475-480-3