ব্যবহারকারী:Demharibbas/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Demharibbas/খেলাঘর

গ্রিন ডে একটি আমেরিকান রক ব্যান্ড যা ১৯৮৬ সালে গঠিত হয়। ব্যান্ডের সদস্যরা হলেন ভোকালিস্ট ও গিটারিস্ট বিলি জো আর্মস্ট্রং, বেজিস্ট মাইক ডার্ন্ট, ড্রামার ট্রে কুল ও গিটারিস্ট জেসন হোয়াইট। গ্রিন ডে কে বর্তমান সময়ের অন্যতম একটি জনপ্রিয় পাঙ্ক ব্যান্ড হিসেবে ধরা হয়। ব্যান্ড টি এ পর্যন্ত ৮৫ মিলিয়নের বেশি রেকর্ড বিশ্বব্যাপি বিক্রি করতে সক্ষম হয়েছে যেখানে আমেরিকাতেই বিক্রি হয়েছে ৩২ মিলিয়নের মতো। ‘গ্রিন ডে’ অন্যান্য পুরস্কারের মধ্যে ব্যান্ড তিনবারের মতো গ্রামি এওয়ার্ড পেয়েছে।

বর্তমান সদস্য[সম্পাদনা]

  • বিলি জো আর্মস্ট্রং - মূল ভোকাল, গিটার (১৯৮৬-বর্তমান পর্যন্ত)
  • মাইক ডার্ন্ট – বেইজ গিটার, ব্যাকিং ভোকাল (১৯৮৬-বর্তমান পর্যন্ত)
  • ট্রে কুল – ড্রামস, পারকাসন, ব্যাকিং ভোকাল (১৯৯০-বর্তমান পর্যন্ত)
  • জেসন হোয়াইট – লিড গিটার, রিদম গিটার, ব্যাকিং ভোকাল (২০১২-বর্তমান পর্যন্ত)

ডিস্কোগ্রাফি[সম্পাদনা]

  • সলো অ্যালবাম
  • ৩৯/স্মুদ (১৯৯০)
  • কারপ্লাঙ্ক (১৯৯২)
  • ডকি (১৯৯৪)
  • ইনসমনিয়াক (১৯৯৫)
  • নিম্রড (১৯৯৭)
  • ওয়ার্নিং (২০০০)
  • আমেরিকান ইডিয়ট (২০০৪)
  • টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি ব্রেইকডাউন (২০০৯)
  • ¡উনো! (২০১২)
  • ¡ডস! (২০১২)
  • ¡ট্রে! (২০১৩)

বহিঃসংযোগ[সম্পাদনা]