বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Cute Devil Rfat/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
     জলরাজ্জ্যের বীর 
                    রিফাত             

অপরন্ন কেটে বেলা সাঁজের দিকে সূর্যটা আজি হেলে পড়লো বুঝি জেলে মাঝির ঘাঁটে বেস্ততাময় বর্ণিল ঐ নায়ের হাঁটে আকস্মিক আলোর অবসান হলে আগুণের ফুলকির ন্যায় শত আলোক প্রদীপ জ্বলে এভাবেই কেটে গেলো বুঝি বেলা নদীর জলে ডেঁওয়ে ডেঁওয়ে কি অদ্ভুত এক খেলা একের পর এক মাঝির তরী, ঘাঁটে ফেরাবার পালা কেও ধরে হাল, কেও ফেলে পাল এভাবেই কাটে কাল , কেটে যায় চিরকাল , কাটে মহাকাল পদ্মা নদীর উত্তাল উজান চাঁদের হাঁসি রাত্রির নিশান অক্লান্ত-বদনে আবারও জেলে-মাঝি তোলে পাল কেও ধরে পাল, কেও ফেলে জ্বাল উড়ল আবার রঙ্গিন হাওয়ায় সোনার তরীর পাল নদীর জলে মাছের জোয়ার খুলবে বুঝি ভাগ্যের দুয়ার তাইত হাসে জেলের ছাওয়াল নিশিথরাতে জেলের হাঁসি এল সংবাদ বাজলো বাঁশি রুপালী ইলিশ বাকি রেখে জলে তরী সে তীরে বেঁয়ে যায় জেলে দূর বহুদূর পদ্মার তীর মাঝির মন বিচলিত অস্থির গগন গর্জে বজ্রে বজ্রে বারেবার মেঘ-ঘর্ষণে ঝড়ের দূসঃসমাচার চারিপাশে হঠাত বায়ুর হাহাকার তবুও মাঝি মানবেনা হার মাঝি নয়কো পিছু ফিরে তাকাবার মাঝি তুমি অন্ন জোগাও জীবন রেখে বাজী মাঝি তুমি জলোরাজ্জের বীর তুমি রাজকুমার এ নদীর অসমতল ডেঁওয়ে ফুলেউঠে নদী তাড়নে তারি নোরে উঠে তরী হারিয়ে গতিবেগ অচেতন আজি মাঝি তবুও একটি মন্ত্র ভুলেনা ধর্মভীরু মাঝি কভু প্রভু ওগো দয়াময় প্রভু অশান্ত মাঝি হঠাৎ যেন নিলো সুস্থির নিঃশ্বাস কাজে এলো বুঝি তার ধর্মীও বিশ্বাস

তীরে ভিরে দড়ি দিয়ে বেঁধে তরী নিয়ে গেলো হাটে রুপলি মাছের খনি 

আজি অল্প দামে হয়ে গেলো তার রুপলি খনির বলী তবুও আজ প্রতিবাদহীন পদ্মা নদীর মাঝি ছাওয়ালের লাগি কিনে বাতাসা দিয়ে দু-করি বেশি পরিবার টানে জেলে মাঝির মুখে অদ্ভুত কত হাঁসি মাঝির প্রানে সেই চিরচনা ঘ্রান ঘরে ফিরবার এক অপূর্ব আহ্বান এভাবেই কাটে কাল , কেটে যায় চিরকাল , কাটে মহাকাল