ব্যবহারকারী:Biplobider kotha/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

</gallery>

'বই আপনার কাছে যাবে না। আপনাকে বইয়ের কাছে যেতে হবে'...সরদার ফজলুল করিম।

অমর একুশে বইমেলা ২০১৫। এই বইমেলায় বিপ্লবীদের জীবন-দর্শন-কর্ম নিয়ে বিপ্লবীদের কথা প্রকাশনা ৩০টি বই নিয়ে হাজির হচ্ছে। বইপ্রেমী পাঠক, লেখক ও গবেষকদের_ বিপ্লবীদের কথা প্রকাশনার স্টলে আমন্ত্রণ থাকলো।


সত্যেন সেনের সাহিত্যকর্ম সমাজতান্ত্রিক বাস্তবতার একটি মহৎ নিদর্শন। এক্ষেত্রে তিনি বাংলা সাহিত্যের অনন্য পথিকৃৎ। মানুষের জীবন ও ইতিহাসকে যে রচনাকার সামগ্রীকভাবে অবলোকন করতে সক্ষম না হন, যিনি মানব সমাজটাকে তার বর্তমানের সকল বৈষম্য দূর করে সঙ্গতিপূর্ণ এক মানব সমাজ সৃষ্টিতে নিজেকে উৎসর্গ না করেন এবং যিনি দূরগামী সেই লক্ষ্যকে নিত্য মুহূর্তের কর্ম ও আচরণের সঙ্গে যুক্ত করতে না পারেন, তার পক্ষে সমাজতান্ত্রিক বাস্তবতার অনুপ্রেরণাদায়ক সাহিত্য সৃষ্টি সম্ভব নয়। কারণ সমাজতান্ত্রিক বাস্তবতার সাহিত্যিক ও তার সৃষ্টি অবিচ্ছেদ্য। উভয়কে নিয়ে সমাজতান্ত্রিক বাস্তবতার সাহিত্যিক। সত্যেন সেনের জীবন ও সাহিত্য সাধনা এই সত্যেরি সাক্ষ্য বহন করে। তার সাহিত্য বাংলাদেশের সচেতন সাহিত্য এবং সমাজকর্মীদের জন্য সত্যেন সেনের সাহিত্য নিত্যমুহূর্তের পথ প্রদর্শক এবং অনুপ্রেরণার উৎস স্বরূপ’ --সরদার ফজলুল করিম।