ব্যবহারকারী:Babul Akter Khan/শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বি.এম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বি.এম) বাংলাদেশের একটি বেসরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদর মনিরামপুরে অবস্থিত এই বিদ্যালয়টিতে স্কুল শাখায় ৬ষ্ঠ শ্রেণি থেকে এস,এস,সি, কারিগরি শাখায় নবম শ্রেণি থেকে এইচ.এস.সি(বি.এম) শাখা পর্যায়ে ছাত্রীরা পড়ালেখার সুযোগ পায়।

শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বি.এম)
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়- লোগো
শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়- লোগো
ঠিকানা
মনিরামপুর

শাহজাদপুর

শাহজাদপুর, সিরাজগঞ্জ
,
৬৭৭০
তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বি,এম)
প্রতিষ্ঠাকাল১৯২৬
প্রতিষ্ঠাতাইব্রাহিম মুন্সি
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী
ইআইআইএন১২৮২৯০
প্রধান শিক্ষককামরুন্নাহার
লিঙ্গছাত্রী
শ্রেণী৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি
ভাষাবাংলা
আয়তন১৪৯ শতাংশ

ইতিহাস[সম্পাদনা]

শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ (বি.এম) শাহজাদপুর উপজেলার মাধ্যমিক স্তরের সবচেয়ে প্রাচীন ও বড় নারী শিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠা[সম্পাদনা]

১৯২৬ সালে শাহজাদপুর সদরের দ্বারিয়াপুর নিবাসী দানশীল বিদ্যোৎসাহী ইব্রাহিম মুন্সি তাঁর নিজ ভূ-সম্পত্তির উপর একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে প্রতিষ্ঠানটিতে সহ-শিক্ষা কার্যক্রম চালু ছিল। ১৯৬২ সালে স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় এটি একটি পূর্ণাঙ্গ বালিকা বিদ্যালয়ে পরিণত হয়। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এস,এস,সি ভোকেশনাল ও এইচ,এস,সি (বি.এম) শাখা চালু হয়। প্রতিষ্ঠানটির মোট জমির পরিমান ১৪৯ শতাংশ।

ভবন[সম্পাদনা]

প্রতিষ্ঠানটির ভবনের তালিকাঃ
ক্রমিক ভবনের বিবরণ    কক্ষ সংখ্যা ভবন সংখ্যা
দ্বিতল ভবন(উত্তরমূখী)
ত্রিতল ভবন (পশ্চিমমূখী) ১০
একতলা ভবন (পূর্বমূখী)
সেমিপাকা (দক্ষিনমূখী)
দ্বিতল ভবন (এল প্যাটর্নের পূর্ব উত্তরমূখী ১০
চার তলা ভবন ১২

শিক্ষক-কর্মচারী[সম্পাদনা]

সাধারন ও কারিগরি শাখার শিক্ষক-কর্মচারীর তালিকাঃ
ক্রমিক শাখা শিক্ষক প্রদর্শক সহকারী গ্রন্থাগারিক অফিস সহকারী ল্যাব-এসিষ্ট্যান্ট এম.এল.এস.এস
স্কুল শাখা (এমপিও ভুক্ত) ১২
স্কুল শাখা (খন্ডকালীন)
ভোকেশনাল শাখা (এমপিও ভুক্ত)
ভোকেশনাল শাখা (নন-এমপিও)
ভোকেশনাল শাখা (খন্ডকালীন)
কলেজ বি.এম   (এমপিও ভুক্ত)

প্রধান শিক্ষকগনের তালিকা[সম্পাদনা]

শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বি.এম) এর প্রধান শিক্ষক মহোদয়গণের নামের তালিকাঃ
ক্রমিক নং নাম শিক্ষাগত যোগ্যতা কার্য্যকাল
হইতে পর্যন্ত
মরহুম ছোলায়মান মিয়া বি,এ ০১-০৭-১৯৬২ ৩১-১২-১৯৭১
মরহুম আব্দুল লতিফ খান বি,এ ০১-১২-১৯৭২ ১৮-১১-১৯৭৪
আনোয়ারা বেগম এম,এ, বি.এড ০১-০৭-১৯৭৫ ৩০-১৬-১৯৭৮
আবুল হাসনাত মোঃ মহ্সীন বি,এ ০১-০৭-১৯৭৮ ০১-০৭-১৯৭৯
সুফিয়া ইসলাম (ভারপ্রাপ্ত) বি,এ. বি.এড ০১-০৮-১৯৭৯ ২১-০৯-১৯৮০
শাহান আরা ফেরদৌস বি.এস,এম (সম্মান), এম.এস,এস, বি.এড ২২-০৯-১৯৮০ ৩০-০৬-২০১৪
কামরুন্নাহার (ভারপ্রাপ্ত) এম,এ, এম,এড ০১-০৭-২০১৪ ১৫-১২-২০১৪
মোঃ আনোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) এম,এস,সি ১৬-১২-২০১৪ ৩১-১২-২০১৪
কামরুন্নাহার এম,এ, এম,এড ০১-০১-২০১৫ কর্মরত

সহ-শিক্ষা[সম্পাদনা]

প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতিষ্ঠানটিতে সহ-শিক্ষা কার্যক্রম চালু ছিল। বর্তমানে শুধু মেয়েদেরকেই ভর্তি করা হয়।

কারিগরি শিক্ষা[সম্পাদনা]

কারিগরি পর্যায়ে ৫টি ট্রেড সহ এস.এস.সি (ভোকেশনাল) শাখা চালু আছে। নবম শ্রেণিতে ভোকেশনাল শাখায় ভর্তি করা হয়। ট্রেডগুলো হলো-

নবম শ্রেণিতে আসন সংখ্যা
ক্রমিক নং ট্রেডের নাম আসন সংখ্যা
১. ড্রেস মেকিং এন্ড টেইলরিং ৪০
২. ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ৪০
৩. কম্পিউটার অপারেশন ৪০

কলেজ বি.এম শাখা[সম্পাদনা]

এইচ,এস,সি পর্যায়ে বি.এম শাখায় ছাত্রী ভর্তি করা হয়। বি.এম শাখায় যে বিষয়গুলি রয়েছে তা হলোঃ

এইচ,এস,সি পর্যায়ে বি.এম শাখায় আসন সংখ্যা
ক্রমিক নং ট্রেডের নাম আসন সংখ্যা
১. হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ৫০
২. কম্পিউটার অপারেশন ৫০

শিক্ষার্থীর পোষাক[সম্পাদনা]

ক্রমিক গ্রীস্মকালীন পোষাক শীতকালীন পোষাকঃ বোরকা পড়লে
নীল জামা, সাদা পাজামা, সাদা ওড়না মূল পোষাকের সঙ্গে খয়েরী রং এর সোয়েটার নীল বোরকা
নীল বেল্ট, সাদা ফিতায় দুই বেণী সাদা স্কার্ফ
সাদা জুতা, সাদা মুজা, সাদা স্কার্ফ সাদা জুতা, সাদা মুজা

কৃতি ছাত্র/ছাত্রী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]


বহিঃসংযোগ[সম্পাদনা]

বিষয়শ্রেণী:সিরাজগঞ্জ জেলার বিদ্যালয়