ব্যবহারকারী:Ahm masum/অনলাইন এডিটাথন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২০
অফলাইন সম্পাদনাসভায় উইকিপিডিয়ানরা নিবন্ধ লিখছেন!
Colored dice with white background
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সে

ইংরেজি উইকিপিডিয়া থেকে ইসলাম বিষয়ক নিবন্ধগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মানোন্নয়ন করাই এই এডিটাথনের উদ্দেশ্য। যেকোন সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন

অংশগ্রহণের ধাপসমূহ
১. এই তালিকা থেকে আপনার পছন্দমতো একটি নিবন্ধ বেছে নিন ও পাতাটিতে কাজ করা শুরু করুন।
২. পাতাটি শুরু করার সময় পাতার একেবারে উপরে {{কাজ চলছে/ইসলাম বিষয়ক এডিটাথন ২০২০}} যোগ করুন।
৩. তালিকা পাতায় উৎস সম্পাদনায় ক্লিক করে কাজ করছেন = <আপনার ব্যবহারকারী নাম> যোগ করুন।
৪. নিবন্ধের উপর কাজ করা শেষ হলে জমা দিতে চাইলে মূল নিবন্ধ থেকে তালিকা পাতায় গিয়ে জমাদানকৃত = হ্যাঁ লিখুন
৫. জমাদান শেষে মূল নিবন্ধ থেকে {{কাজ চলছে/ইসলাম বিষয়ক এডিটাথন ২০২০}} টেমপ্লেটটি সরিয়ে দিন।
ঐচ্ছিক: আপনি চাইলে আপনার তৈরিকৃত নিবন্ধের আলাপ পাতায় নিচের দুইটি টেমপ্লেট যোগ করে দিতে পারেন:
{{আলাপ পাতা}}
{{কাজ চলছে/ইসলাম বিষয়ক এডিটাথন ২০২০}}
সাধারণ নিয়মাবলী
প্রাথমিক নিয়ম
  • নিবন্ধ তৈরির সময় আপনাকে অবশ্যই আপনার উইকিপিডিয়া অ্যাকাউন্টে প্রবেশকৃত বা লগ-ইনকৃত অবস্থায় থাকতে হবে; আইপি থেকে সম্পাদিত বা তৈরিকৃত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  • এই তালিকা থেকে নতুন নিবন্ধ তৈরি করতে পারেন কিংবা।
  • বাংলা ভাষায় অনুবাদ করে তৈরিকৃত নিবন্ধগুলোকে ২৪ মে ২০২০ এর পূর্বেই আপনাকে জমা দিতে হবে।
  • কোনো প্রকার সূত্র থেকে কপিরাইট লঙ্ঘন, কপি-পেস্ট, বা সামান্য ঘুরিয়ে লেখা গ্রহণযোগ্য নয়।
নিবন্ধের আকার ও মান
  • বঙ্গানুবাদকৃত নিবন্ধের ক্ষেত্রে তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে নিবন্ধের শব্দসংখ্যা কমপক্ষে ১,০০০ হতে হবে।
  • কোনো প্রকার যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে নিবন্ধটি অপসারণ করা হতে পারে।
  • পর্যালোচনার সময় নিবন্ধের সহজবোধ্যতা, ভাষার প্রাঞ্জলতা ও বিশ্বকোষীয় ধাঁচের ওপর জোর দেওয়া হবে।
নিবন্ধ তৈরি ও সাময়িক সংরক্ষণ
  • প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
  • কোনো ব্যবহারকারী একই সাথে তিনটির অধিক নিবন্ধ তৈরি বা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন না।
  • সম্প্রসারণের জন্য সংরক্ষিত নিবন্ধ তিন দিন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সম্পাদনা না করলে তা অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে।
  • কিভাবে নতুন নিবন্ধ বানাবেন এবং কি ভাবে এক ভাষার নিবন্ধ অন্য ভাষায় অনুবাদ করবেন তা জানতে যথাক্রমে এই এবং এই ভিডিও টিউটোরিয়াল ২টি দেখতে পারেন। আর ইসলাম সম্পর্কিত নিবন্ধ কিভাবে অনুবাদ করবেন সে সম্পর্কিত কিছু পরামর্শ পাবেন এখানে