ব্যবহারকারী:Abu Yousuf 4048/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মা তোমার সন্তানকে রক্ত দিতে নিষেধ করো না

নওগাঁ ব্লাড সার্কেল Naogaon Blood Circel[সম্পাদনা]

কার্যক্রম শুরু: ০২ অক্টোবর, ২০১৭[সম্পাদনা]

এটা সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। সাধারণত শিক্ষার্থীদের অনুদান, টিফিনের বাঁচানো টাকা, রিকশার বদলে হেঁটে ক্লাসে গিয়ে বাঁচানো টাকা দিয়েই এই সংগঠন চলে।

• আমরা কোনো রক্ত ফ্রিজ করি না। রক্ত তৈরিও করি না। আর রক্ত ম্যানেজের জন্য দৌড়াদৌড়ি করাও আমাদের মূল কাজ নয়। মূল হলো সচেতনতা সৃষ্টি করা, যেন প্রতি ঘরেই তৈরি হয় রক্তদাতা।

• আপনার সময়, মেধা, শ্রম, অর্থ দিয়ে আপনিও শরীক হতে পারেন আমাদের সাথে।

স্লোগান:

  1. • রক্তদান হোক আল্লাহর সন্তুষ্টির জন্য
  2. • নওগাঁ হোক বিশ্বময়
  3. • মা তোমার সন্তানকে রক্ত দিতে নিষেধ করো না
  4. • গর্ভবতী মায়ের প্রসবের সময় রক্তের প্রয়োজন হতে পারে। তাই, আগে থেকেই দুইজন রক্তদাতা প্রস্তুত রাখুন।

কার্যক্রম:

  1. রক্তদানে সচেতনতা বৃদ্ধি করা
  2. নওগাঁকে নিয়ে জরিপ, গবেষণা পরিচালনা
  3. শিক্ষা সহায়তা, ক্যারিয়ার কাউন্সেলিং
  4. ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিক্যাল ক্যাম্প
  5. মাদক ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ক্যাম্পেইন
  6. বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
  7. দূর্যোগে ত্রাণ বিতরণ করা
  8. দুঃস্থ রোগীদের সেবা করা
  9. পথশিশুদের শিক্ষা নিয়ে কাজ করা
  10. করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা
  11. বিনামূল্যে কুরআন শিক্ষার আসর পরিচালনা
  12. অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
  13. অসহায়দের সাথে ইদ আনন্দ উৎযাপন
  14. সাহিত্য আসর ও প্রতিযোগিতার আয়োজন
  15. নওগাঁকে বিশ্বময় তুলে ধরা