বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Abdur Rahman Ibn Al Mamun/উপপাতার নাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খোন্দকার আবু নাসর মুহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর
চিত্র:জ্ঞগ
জন্ম(১৯৫৮-০২-০১)১ ফেব্রুয়ারি ১৯৫৮
ঝিনাইদহ[]
মৃত্যু১১ মে ২০১৬(2016-05-11) (বয়স ৫৮)
মৃত্যুর কারণসড়ক দুর্ঘটনা
সমাধি স্থান
পেশাঅধ্যাপনা, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ইসলামিক গবেষক ও লেখক,আলোচক
সম্প্রদায়তত্ত
মাজহাবহানাফী
লক্ষণীয় কাজআল ফিকহুল আকবর রাহে বেলায়েত
সুফি তরিকাসুন্নি
পুরষ্কারaaa
স্বাক্ষরচিত্র:াআদ

খোন্দকার আবু নসর মুহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর(ইংরেজিঃDr. Khandaker Abdullah Jahangir, জন্মঃ৫ নভেম্বর ১৯৫৮ - মৃত্যুঃ১১ মে,২০১৬ ) বাংলাদেশের একজন শীর্ষ ইসলামিক চিন্তাবিদ,আলেম, দ্বায়ী এবং বহু উল্লেখযোগ্য ইসলামিক গ্রন্থের রচয়িতা।  

ইমাম আবু হানীফা র. এর বিখ্যাত গ্রন্থ 'আল ফিকহুল আকবার' এর বঙ্গানুবাদ করেন আব্দুল্লাহ জাহাঙ্গীর।

কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে হাদীস ও ফিকাহ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি পীস টিভি বাংলাসহ বিভিন্ন দেশি-বিদেশি টিভি চ্যানেল এ ইসলামের সুন্নাহ বিষয়ক আলোচক ছিলেন।

জন্ম ও পরিচয়

[সম্পাদনা]

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বৃহত্তর যশোর জেলার তৎকালীন ঝিনাইদহ মহকুমার শৈলকুপা থানার দিগনগর গ্রামের মিঞা বাড়িতে ১৯৫৮ সালের ৫ নভেম্বর(বাংঃ ১৩৬৫ সালের ১৯ কার্তিক- হিজরী ১৩৭৮ সালের ২৩ রবিউস সানি) তাঁর মায়ের নানা ইমান আলী মিঞার বাড়িতে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতার নাম মুহতারাম খোন্দকার আনোয়ারুজ্জামান রাহ. , মাতার নাম মুহতারামা বেগম লুৎফুন্নাহার রাহ। ঝিনাইদহ সদরের নরহরিদ্রা তাঁর নিজের গ্রাম। পরবর্তীতে তাঁর বাবা ঝিনাইদহ সদরের ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। যদিও তাঁর শৈশব কেটেছে মুরারিদহে মিঞার দালান খ্যাত এই বাড়িতে। ১৯৬০ সালে ইমান আলী মিঞা রাহ. শৈলকূপার দিকনগর থেকে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন মুরারিদহে। []

ব্যক্তিগত জীবনে তিনি ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলার বড় সাহেবজাদা ঢাকার দারুসসালামের আনসার সিদ্দিকীর জামাতা। তিনি এক ছেলে ও তিন কন্যারজনক।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ঝিনাইদহ আলিয়া মাদরাসা থেকে ১৯৭৩ সালে দাখিল, ১৯৭৫ সালে আলিম ও ১৯৭৭ সালে ফাজিল পাস করেন। এরপর ১৯৭৯ সালে ঢাকা সরকারি আলিয়া মাদরাসা থেকে আল-হাদিস বিভাগ থেকে প্রথম শ্রেণীতে কামিল পাস করেন। বহিরাগত পরীক্ষার্থী হিসেবে ১৯৮০ সালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করে যশোর বোর্ডে ১ম স্থান অধিকার করেন। তিনি ১৯৮১ সালে স্কলারশিপ নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইমাম মুহাম্মাদ বিন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করেন।[]

তিনি ১৯৮৬ সালে সৌদি আরবের রিয়াদে আল ইমাম মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যের ওপর বিএ অনার্স শেষ করেন। ১৯৯২ সালে একই বিশ্ববিদ্যালয়ে আরবি ব্যাকরণের ওপর এমএ পাস করেন এবং ১৯৯৮ সালে আরবি ব্যাকরণের ওপর একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।রিয়াদে অধ্যয়নকালে বর্তমান সৌদির যুবরাজ ও তৎকালীন রিয়াদের গভর্নর জনাব সালমানের কাছ থেকে পর পর দু’বার বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হিসেবে পুরস্কার লাভ করেন। []

কর্মজীবন

[সম্পাদনা]

খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ১৯৯৮ সালে আল ইমাম মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার পর সেখানেই শিক্ষকতা শুরু করেন।[]

তিনি ১৯৯৮ সালের ৩ সেপ্টেম্বর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল-হাদীস এন্ড ইসলামকি স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯৯ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০০৪ সালের ৩ আগস্ট পর্যন্ত সহকারী অধ্যাপক এবং ২০০৪ সালের ৩ আগস্ট থেকে ২০০৯ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেন। এরপর অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে আমৃত্যু সে বিভাগেই কর্মরত ছিলেন।

এছাড়াও ঢাকার দারুসসালাম মাদ্রাসায় খন্ডকালীন শায়খুল হাদীস হিসেবে তিনি বুখারী শরীফের উপর পাঠ দান করতেন।

উল্লেখযোগ্য অবদান

[সম্পাদনা]

অধ্যাপনার পাশাপাশি  ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশের শীর্ষ ইসলামিক আলোচকদের একজন ও বহু উল্লেখযোগ্য গ্রন্থের রচয়িতা। এর পাশাপাশি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ধর্মপ্রচার এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রাখতেন তিনি।

ইসলামিক আলোচনা

[সম্পাদনা]

প্রফেসর ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর শিরক, বিদাতসহ ইসলামের বিভিন্ন বিষয়ে টিভি চ্যালেনে আলোচনা করতেন। ইসলামের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের ওলামা মাশায়েখদের মতপার্থক্য নিরসনে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর কাজ করে যাচ্ছিলেন।

তিনি দেশব্যাপী ইসলামের প্রচার ও প্রসারে সফরের পাশাপাশি পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন ও এনটিভিসহ বিভিন্ন টিভিতে ইসলামি আলোচনায় অংশ নিয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত ও সঠিক তথ্য প্রচারে আমৃত্যু নিয়োজিত রেখেছিলেন।আরবি, ইংরেজি, হিন্দি, উর্দুতে পারদর্শী এ শীর্ষস্থানীয় আলেম মিডিয়াব্যক্তিত্ব ইলমে দ্বীনের সুবক্তা এবং গবেষক ছিলেন। []

লিখিত গ্রন্থসমূহ

[সম্পাদনা]

প্রফেসর ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামের মৌলিক বিষয়ের ওপর অনেক গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেন।  ড . খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ছোট-বড় মিলিয়ে প্রায় ত্রিশের অধিক বই রচনা করেছেন। এর মধ্যে কিছু অনুবাদ, কিছু ব্যখ্যা ও গবেষণামূলক।

ইমাম আবু হানীফা র. এর বিখ্যাত গ্রন্থ 'আল ফিকহুল আকবার' এর বঙ্গানুবাদ করেন আব্দুল্লাহ জাহাঙ্গীর। (আইএসবিএনঃ978-9849005353)


তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থসমুহ হলোঃ

•রাহে বেলায়েত; আইএসবিএনঃ978-984-90053-1-5

•হাদীসের নামে জালিয়াতি; আইএসবিএনঃ978-984-90053-3-9

•কুর’আন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা; আইএসবিএনঃ978-9849328100

•ফিকহুস সুনানি ওয়াল আসার,খন্ড-১; আইএসবিএনঃ978-9849363330

•এহইয়াউস সুনান

•ইসলামের নামে জঙ্গীবাদ

•A Woman from Desert

•A Summary of Three Fundamentals of Islam

দাতব্য প্রতিষ্ঠান

[সম্পাদনা]

গবেষণা কর্মের পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবােধের সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর দ্বিনী শিক্ষার জন্য ঝিনাইদহ শহরের গোবিন্দপুর এলাকায় বিদেশী অর্থে ১৯৯৮ খৃষ্টাব্দে তিনি ‘আল ফারুক একাডেমী’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং

বিশুদ্ধ ইসলামী জ্ঞান ও মূল্যবােধ প্রচারের উদ্দেশ্যে ২০১১ সালে ‘আস-সুন্নাহ ট্রাস্ট' নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।[]

এছাড়াও ২০১২ সালে ‘এডুকেশন এন্ড চ্যারিটি ফাউন্ডেশন ঝিনাইদহ’ নামে একটি শিক্ষা ও সমাজ সেবাসংস্থা প্রতিষ্ঠা করেছেন। এ সকল প্রতিষ্ঠান শিক্ষাপ্রচার, ধর্ম প্রচার, দুস্থ নারী ও শিশুদের সেবা ও পুনর্বাসনে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে।

মৃত্যু

[সম্পাদনা]

২০১৬ সালের ১১ মে, ৫৫ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন। তিনি নিজস্ব প্রাইভেট কারে করে ঝিনাইদহ হতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা জেলার ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের কাছে একটি খুলনাগামী কাভার্ড ভ্যানের সাথে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।[] [১০]

আলোচনা-সমালোচনা

[সম্পাদনা]

প্রতিষ্ঠিত আইনজীবী ও নিউহ্যাম বারার ডেপুটি স্পীকার এর মতে  এই যুগশ্রেষ্ঠ ও ভারসাম্যপূর্ন মনীষী ও আলেমের জীবন ও কর্মের উপর উচ্চমানের গুণগত গবেষণা হওয়া প্রয়োজন।[১১]

ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর এর মৃত্যুর পর তাঁর স্মরণে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কতৃক প্রকাশিত হয় প্রেরণার বাতিঘর।এই স্মারকগ্রন্থটিকে ঢাবির সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ, কবি আল মাহমুদ, সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, সাবেক সচিব শাহ্ আব্দুল হান্নান, নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনসহ দেশবরেণ্য লেখকরা ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে নিজেদের লেখা দিয়ে বইটিকে সমৃদ্ধ করেছেন। [১২]

তবে অনলাইনে প্রকাশিত কিছু ব্লগে ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কে সালাফি মতবাদের বাতিল আকীদা প্রকাশের প্রচেষ্টাকারী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

এছাড়াও তাঁর মৃত্যু নিয়ে আলেমদের মধ্যে রহস্যের সৃষ্টি হয়। অনেক আলেম মনে করেন জনৈক খ্রিষ্টান মিশনারীর বিরুদ্ধে তৎপর হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।[১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ঝিনাইদহে বিস্তার ঘটছে সালাফি মতাদর্শের"প্রথম আলো। ৪ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯ 
  2. "প্রতিষ্ঠাতা"আস-সুন্নাহ ট্রাস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৬ 
  3. https://m.dailyinqilab.com/article/18155/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6-%E0%A6%A1-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4
  4. "প্রতিষ্ঠাতা"আস-সুন্নাহ ট্রাস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৬ 
  5. https://www.jagonews24.com/amp/184255
  6. https://m.dailyinqilab.com/article/18155/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6-%E0%A6%A1-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4
  7. "যে সব আলেমকে হারিয়েছে জাতি"https://wwww.jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৬  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  8. https://m.dailyinqilab.com/article/18155/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6-%E0%A6%A1-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4
  9. https://m.dailyinqilab.com/article/18155/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6-%E0%A6%A1-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4
  10. প্রতিবেদক, নিজস্ব। "সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৬ 
  11. লন্ডনবাংলা (২০২০-০৫-১১)। "প্রফেসর ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশের সুর্যসন্তান ও ভারসাম্যপূর্ন সমাজ সংস্কারক"London Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৬ 
  12. https://m.dailyinqilab.com/article/79814/%25E0%25A6%25A1-%25E0%25A6%2586%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%2581%25E0%25A6%25B2%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25B9-%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25B9%25E0%25A6%25BE%25E0%25A6%2599%25E0%25A7%258D%25E0%25A6%2597%25E0%25A7%2580%25E0%25A6%25B0-%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A6%2597%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A5-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%25B0%25E0%25A6%25A3%25E0%25A6%25BE%25E0%25A6%25B0-%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%2598%25E0%25A6%25B0-%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B6%25E0%25A6%25BF%25E0%25A6%25A4
  13. https://m.dailyinqilab.com/article/18155/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6-%E0%A6%A1-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4