বোস কেবিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোস কেবিন
মানচিত্র
সাধারণ তথ্য
ঠিকানা২ নং রেলগেট, নারায়ণগঞ্জ
শহরনারায়ণগঞ্জ জেলা
দেশবাংলাদেশ

বোস কেবিন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সদরে ২ নং রেলগেট এলাকায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁ।[১] ব্রিটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামলে রাজনৈতিক আন্দোলনের সময় নারায়ণগঞ্জসহ অন্যান্য অঞ্চলের তৎকালীন জাতীয় রাজনীতিবিদগণ এখানে আড্ডা দেওয়ার ফলে স্থানটি পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠে।[২][৩][৪]

ইতিহাস[সম্পাদনা]

১৯২১ সালে নৃপেন চন্দ্র বসু (ভুলুবাবু) নামে একজন নারায়ণগঞ্জ শহরের ১ নং ও ২ নং রেলগেটের মধ্যবর্তী ফলপট্টি এলাকায় একটি টংঘরে (চালাঘর) রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেন।[৫] নৃপেন ছিলেন তৎকালীন বিক্রমপুরের (বর্তমান মুন্সীগঞ্জ জেলা) শ্রীনগর থানার ষোলঘর গ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে বিক্রমপুর থেকে নারায়ণগঞ্জে আসার পর তিনি রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। প্রথমদিকে চা ও বিস্কুট নিয়ে যাত্রা শুরু করলেও আস্তে আস্তে সেটি রেস্তোরাঁতে রুপ নেয়।[৬] ১৯৮৮ সালে রেস্তোরাঁ চেম্বার রোডে স্থানান্তরিত হয়। বর্তমানে এর নাম ‘নিউ বোস কেবিন’।[৭]

ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কেবিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলন বেগবান করার জন্য আন্দোলন সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র বোস কেবিনের ঠিকানায় পাঠানো হত। তারপর এখান থেকে সেগুলো বিভিন্ন স্থানে পাঠানো হত।[৮] এছাড়াও ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধনব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় স্থানটি সংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয়তা লাভ করে।[৯][১০]

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যরা বোস কেবিনে আড্ডা দিতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্র বসু, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাঙালি রাজনীতিবিদ হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী, বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী[৮]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বোস কেবিনে বসে..."প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯ 
  2. "শতবর্ষে বোস কেবিন"জনকন্ঠ। ২২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯ 
  3. "ওপারে গেলে নারায়ণগঞ্জের বোস কেবিনে প্লিজ যাবেন, নেতাজিও যেতেন!"এই সময়। ২৩ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯ 
  4. "৯১ বছরে বোস কেবিন আড্ডাপ্রিয়দের সম্মিলন"প্রথম আলো। ২০১৯-০৩-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯ 
  5. "৯৬ বছরের পুরোনো বোস কেবিনে একদিন"এনটিভি। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯ 
  6. "নারায়ণগঞ্জের বোস কেবিন: পথচলার ৯১ বছর"প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "বোস কেবিনের সেই আড্ডা আজও আছে"রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯ 
  8. "সেই বোস কেবিন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯ 
  9. "শতবর্ষে পা দিতে চলেছে নারায়ণগঞ্জের বোস কেবিন"বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯ 
  10. "বোস কেবিন : ঐতিহ্যের মহিমায় রঙের ছোঁয়া"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৯