বোয়াভিস্তা ফুটবল ক্লাব
পূর্ণ নাম | বোয়াভিস্তা ফুতেবল ক্লুবে | |||
---|---|---|---|---|
ডাকনাম | ওস আক্সাদ্রেজাদোস (যাচাইকারী) আস পান্তেরাস (প্যান্থার) | |||
প্রতিষ্ঠিত | ১ আগস্ট ১৯০৩ | |||
মাঠ | এস্তাদিও দো বেসা[১] | |||
ধারণক্ষমতা | ২৮,২৬৩ | |||
সভাপতি | ভিতোর মুরতা | |||
ম্যানেজার | ভাস্কো সেয়াব্রা | |||
লিগ | প্রিমেইরা লিগা | |||
২০১৯–২০ | ১২তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
বোয়াভিস্তা ফুতেবল ক্লুবে (ইংরেজি: Boavista FC; এছাড়াও বোয়াভিস্তা এফসি নামে পরিচিত) হচ্ছে পোর্তু ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৩ সালের ১লা আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। বোয়াভিস্তা এফসি তাদের সকল হোম ম্যাচ পোর্তুর এস্তাদিও দো বেসায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৮,২৬৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভাস্কো সেয়াব্রা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভিতোর মুরতা। সেনেগালীয় মধ্যমাঠের খেলোয়াড় ইদ্রিসা মান্দিয়াং এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]
ঘরোয়া ফুটবলে, বোয়াভিস্তা এফসি এপর্যন্ত ১১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি প্রিমেইরা লিগা, ৫টি তাসা দা পর্তুগাল, ২৩টি সুপারতাসা কান্দিদো দে অলিভেইরা এবং ২টি সেগুন্দা দিভিসাও শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]- বিজয়ী (১): ২০০০–০১
- বিজয়ী (২): ১৯৩৬–৩৭, ১৯৪৯–৫০
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
- ↑ "বোয়াভিস্তা এফসি: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (পর্তুগিজ)