বোম্বে প্রাদেশিক ওয়ার্কিং ক্লাস পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বোম্বে প্রাদেশিক ওয়ার্কিং ক্লাস পার্টি ছিল একটি রাজনৈতিক দল যা ১৯৩৩ সালে ভারতের বোম্বে প্রদেশে এমএন রায়ের অনুসারীদের নিয়ে গঠিত হয়। দলটির লক্ষ্য ছিল ' পুঁজিবাদের ধ্বংসের সঙ্গে জড়িত একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শ্রমিক ও কৃষক পরিষদের দ্বারা দেশের অর্থনৈতিক জীবন নিয়ন্ত্রণ করা' এবং দলটির আশু লক্ষ্য ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে জাতীয় স্বাধীনতা।[১]

দলের সভাপতি ছিলেন এএ আলওয়ে এবং দলের সাধারণ সম্পাদক ছিলেন ভিবি কার্নিক। সহ-সভাপতি ছিলেন আরএ খেদগিকার, এসএইচ ঝাবওয়ালা, আব্দুল মজিদ এবং লালজি পেন্ডসে এবং সচিব ছিলেন ডঃ এম আর শেঠি, আহমেদ মিয়া (ডক ওয়ার্কার্স ইউনিয়নের নেতা), বিএল সারং এবং বিআর শিন্ডে। কোষাধ্যক্ষ ছিলেন মণিবেন কারা এবং ভিএইচ জোশী।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Roy, Subodh, Communism in India – Unpublished Documents 1925-1934. Calcutta: National Book Agency, 1998. p. 240
  2. Roy, Subodh, Communism in India – Unpublished Documents 1925-1934. Calcutta: National Book Agency, 1998. p. 239