বিষয়বস্তুতে চলুন

বোভেত দ্বীপ

স্থানাঙ্ক: ৫৪°২৫′ দক্ষিণ ৩°২২′ পূর্ব / ৫৪.৪১৭° দক্ষিণ ৩.৩৬৭° পূর্ব / -54.417; 3.367
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Bouvet Island

Location of Bouvet Island (circled in red)
 বোভেত দ্বীপ-এর অবস্থান (circled in red, in the Atlantic Ocean)
Sovereign state Norway
Annexed by Norway২৩ জানুয়ারি ১৯২৮; ৯৬ বছর আগে (1928-01-23)
Dependency status27 February 1930[]
Nature reserve declared17 December 1971[]
দাপ্তরিক ভাষাNorwegian
সরকারDependency under a constitutional monarchy
• Monarch
Harald V
• Administered by
Ministry of Justice and Public Security
আয়তন
• মোট
৪৯ কিমি (১৯ মা)
93%
সর্বোচ্চ বিন্দু
৭৮০ মিটার (২,৫৬০ ফুট)
জনসংখ্যা
• Estimate
0
আইএসও ৩১৬৬ কোডBV
ইন্টারনেট টিএলডি
মানচিত্র
বোভেত দ্বীপের স্যাটেলাইট চিত্র।

বোভেত দ্বীপ (নরওয়েজীয়: Bouvetøya[] [bʉˈvèːœʏɑ] or Bouvetøyen)[]একটি নরওয়েজীয় জনমানবহীন সুরক্ষিত প্রাকৃতিক সংরক্ষিত এলাকা। এই দ্বীপটি দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পশ্চিমে ১৫৬৮ মাইল (২৫২৫ কিমি.) জুড়ে অবস্থিত এবং যা শুধুমাত্র ১৯ বর্গ মাইল এলাকা দখল করেছে।

বর্ণনা

[সম্পাদনা]

১৭৩৯ সালে ফরাসি ক্যাপ্টেন জেয়ান-ব্যাপটিস্টে চার্লস বোভেট ডি লোযিয়ার নামে একজন দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মধ্যে দূরবর্তী এই দ্বীপ আবিষ্কার করেন। এই ফরাসি ক্যাপ্টেন এর নাম অনুসারে দ্বীপটির নাম বোভেট দ্বীপ রাখা হয়। এই দ্বীপটিকে এযাবত্কালে সন্ধান পাওয়া দ্বীপের মধ্যে সবচেয়ে রহস্যময় আর দুর্গম বলা হয়।

এটিকে পৃথিবীর সবচেয়ে দুর্গম দ্বীপ হিসেবেও অভিহিত করা হয়। এখানে স্থলপথে যাওয়ার কোনো উপায় নেই, আর জলপথে যাওয়াও প্রায় দুঃসাধ্য ব্যাপার। রহস্যময় এ দ্বীপ সম্পর্কে যা কিছু জানা গেছে তা জানা হয়েছে কৃত্রিম উপগ্রহ ও বিমানেরমাধ্যমে উপর থেকে। বোভেট দ্বীপে যে কখনো মানববসতি গড়ে উঠেছিল তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ষাটেরদশকের একটি পরিত্যক্ত লাইফ বোট দেখতে পাওয়া গেছে। কিন্তু দ্বীপের কোথাও লাইফ বোট ব্যবহারকারী কাউকে দেখা যায়নি।

বলা হয়ে থাকে যে, বোভেট দ্বীপের পাশে আরও একটি দ্বীপ ছিল। অথচ তেমন কোনো দ্বীপ ছিল কি না তার প্রমাণ পাওয়া যায়নি। পুরোটা দ্বীপ বরফে ঢাকা। তাই উল্লেখযোগ্য কোনো প্রাণীও সেখানে নেই বলে মনে করা হয়। বিজ্ঞানীদের ধারণা, বোভেট দ্বীপে শুধু পেঙ্গুইন, শিল আর দুই-এক প্রজাতির সামুদ্রিক পাখির সন্ধান পাওয়া যেতে পারে।

বোভেট দ্বীপকে ১৯৭১ সালে একটি প্রকৃতি সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯৪ সালে নরওয়ের একটি ক্ষেত্র স্টেশন হিসেবে কাজ করার জন্য এখানে একটি বিল্ডিং স্থাপন করা হয়। ২০০৭ সালে এই স্টেশনটি মোটামুটিভাবে বন্ধ হয়ে যায় এবং বর্তমানে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; LOV19300227 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; FOR19711217 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; polar-stadnamn-Bouvetøya নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Berulfsen-1969 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি


উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি