বোধি লিনাক্স
ডেভলপার | বোধি লিনাক্স টিম |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | ওপেন সোর্স |
প্রাথমিক মুক্তি | ২৬ মার্চ ২০১১ |
সর্বশেষ মুক্তি | ৪.৫.০ / ২৪ ফেব্রুয়ারি ২০১৮[১] |
সর্বশেষ প্রাকদর্শন | ৫.০.০ আরসি[২] / ২ জুলাই ২০১৮ |
হালনাগাদের পদ্ধতি | এপিটি |
প্যাকেজ ম্যানেজার | ডিপিকেজি |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ইউজারল্যান্ড | গনু |
ব্যবহারকারী ইন্টারফেস | মকশা |
লাইসেন্স | ফ্রি সফটওয়্যার লাইসেন্স (প্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স), এবং মালিকানাধীন বাইনারি ব্লব। |
ওয়েবসাইট | bodhilinux |
বোধি লিনাক্স (Bodhi Linux) মকশা উইন্ডো ব্যবস্থাপক ব্যবহার করা উবুন্টু-ভিত্তিক একটি হালকা লিনাক্স ডিস্ট্রিবিউশন।[৩] ডিস্ট্রিবিউশনটির দর্শন হলো, একটি ন্যূনতম বেস সিস্টেম প্রদান করা যাতে করে ব্যবহারকারী তাদের পছন্দের সফটওয়্যার দিয়ে সাজাতে পারে। এজন্যে ডিফল্টভাবে এখানে অধিকাংশ লিনাক্স ব্যবহারকারীদের জন্যে যেসব সফটওয়্যার আবশ্যক শুধুমাত্র সেসব সফটওয়্যার অন্তর্ভুক্ত থাকে, যেমন- ফাইল ম্যানেজার (পিসিম্যানএফএম), ওয়েব ব্রাউজার (মিডোরি) এবং একটি টার্মিনাল ইমুলেটর (টার্মিনোলজি)। ডেভেলপাররা যেগুলোকে অপ্রয়োজনীয় মনে করে সেসব সফটওয়্যার অথবা বৈশিষ্ট্য এড়িয়ে যাওয়া হয়।
ইন্টেল-নির্ভর প্রসেসরের সাথে সাথে, এআরএম প্রসেসর নির্ভর ট্যাবলেট যন্ত্রের জন্যে ডেবিয়ান-ভিত্তিক বোধি লিনাক্সের একটি আলফা সংস্করণ রয়েছে।[৪] হালনাগাদ রাখতে তূলনামূলক বেশি সময় লাগে বলে বোধি লিনাক্সের ট্যাবলেট সংস্করণ দাপ্তরিকভাবে আর সাপোর্ট করা হয় না।
পারফরমেন্স
[সম্পাদনা]বোধি লিনাক্সের ন্যূনতম সিস্টেম রিকোয়ারমেন্ট হলো ১২৮ এমবি র্যাম, ২জিবি খালি জায়গা হার্ড ডিস্কে এবং ৩০০ মেগাহার্টজ প্রসেসর।[৫] পিজিক্যাল এড্রেস এক্সপ্যানশান সাপোর্ট করা বা না করা উভয় ৩২ বিট প্রসেসরই একইভাবে সাপোর্ট করে। দুটো বোধি সংস্করণের মূল তফাৎ হলো, একটিতে তূলনামূলক পুরোনো লিনাক্স কার্নেল সংস্করণ ব্যবহার করা হয়। এনলাইটেনমেন্ট ডিআর১৭-ভিত্তিক ফোর্ক মকশা ডেস্কটপ ব্যবহারের মাধ্যমে হাই-এন্ড কম্পিউটার হার্ডওয়্যার ছাড়াই উন্নত ডেস্কটপ এফেক্ট ও এনিমেশন প্রদান করে।[৬] এনলাইটেনমেন্ট উইন্ডো ম্যানেজার ও শুধুমাত্র বোধি লিনাক্সের জন্যে উন্নীত হাতিয়ারগুলো সি ও পাইথনে লেখা। [৭]
সাপোর্ট
[সম্পাদনা]বোধি লিনাক্স যেহেতু উবুন্টুর দীর্ঘ সমর্থিত শাখা থেকে এসেছে, তাই সাপোর্টও একইভাবে দেয়া হয়: ৫ বছর সময়কালে নিরাপত্তা হালনাগাদ দৈনিক ভিত্তিতে প্রদান করা হয়। তবে, উবুন্টুর মত বোধির কোন স্বল্প সময়ের জন্যে সমর্থিত সংস্করণ নেই।ইন্সটলের উপর কমান্ড লাইন বা প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে বোধি লিনাক্স হালনাগাদ করা যায়।
মুক্তি চক্র
[সম্পাদনা]মুক্তিগুলোকে ক.খ.গ, এভাবে ক্রমিকমান দেয়া হয়, যেখানে
- ক প্রধান মুক্তিকে নির্দেশ করে,
- খ একটি হালনাগাদ(বা পয়েন্ট) নির্দেশ করে এবং
- গ বাগ ঠিক করে দেয়া হালনাগাদকে নির্দেশ করে।
প্রধান হালনাগাদ উবুন্টুর দীর্ঘ মেয়াদী সাপোর্টকে অনুসরণ করে(ক.খ.গ; যথা- ৪.খ.গ > ৫.০.০)। লক্ষ্য থাকে প্রতিবছর উবুন্টুর নতুন এলটিএস সংস্করণ অনুসরণ অরে জুলাইয়ে একটি উল্লেখযোগ্য হালনাগাদ প্রদান করা।
সংস্করণ[৮] | মুক্তির তারিখ | মন্তব্য ! | |
---|---|---|---|
০.১.৬ | ২০১১-০২ | বোধি লিনাক্সের প্রথম সংস্করণ। | |
০.১.৭ | ২০১১-০৩ | ||
১.০.০ | ২০১১-০৩ | ||
১.১.০ | ২০১১-০৫ | ||
১.২.০ | ২০১১-০৯ | ||
১.২.১ | ২০১১-১০ | ||
১.৩.০[৯] | ২০১১-১২ | ||
১.৪.০ | ২০১২-০৩[১০] | ||
১.৫.০ | ২০১২-০৬ | ||
২.০.০ | ২০১২-০৭ | ||
২.১.০[১১] | ২০১২-০৯ | ||
২.২.০[১২][১৩] | ২০১২-১২ | ||
২.৩.০[১৪] | ২০১৩-০৩ | ||
২.৪.০ | ২০১৩-০৯ | ||
৩.০.০[১৫] | ২০১৫-০২ | ||
৩.১.০ | ২০১৫-০৮ | ||
৩.২.০ | ২০১৬-০৩ | ||
৪.০.০[১৬] | ২০১৬-১০ | ||
৪.১.০ | ২০১৭-০১ | ||
৪.২.০ | ২০১৭-০৫ | ||
৪.৩.০[১৭] | ২০১৭-০৮ | ||
৪.৪.০ | ২০১৭-১২ | ||
৪.৫.০ | ২০১৮-০২ | ||
৫.০.০ | ২০১৮-০৭ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বোধি লিনাক্স ৪.৫.০ মুক্তি"। বোধি লিনাক্স। ৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৪, ২০১৮।
- ↑ বোধি লিনাক্স ৫.০.০ আগত | বোধি লিনাক্স
- ↑ জেফ হুগল্যান্ড। "ইন্ট্রুডিউসিং মকশা ডেস্কটপ"। মকশা ডেভেলপমেন্ট টিম। সংগ্রহের তারিখ আগস্ট ৪, ২০১৮।
- ↑ জেস স্মিথ। "সাপ্তাহিক ডিস্ট্রোওয়াচ"। distrowatch.com। সংগ্রহের তারিখ আগস্ট ৪, ২০১৮।
- ↑ জিম লিঞ্চ। "বোধি লিনাক্স ১.০"। desktoplinuxreviews.com। ১৯ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৪, ২০১৮।
- ↑ জয় স্নেডোন। "বোধি লিনাক্স আপনার প্রিয় হালকা লিনাক্স ডিস্ট্রো হতে যাচ্ছে"। ওএমজি! উবুন্টু!। সংগ্রহের তারিখ আগস্ট ৪, ২০১৮।
- ↑ জ্যাক ওয়ালেন। "বোধি লিনাক্স: জ্যাফ হুগল্যান্ডের সাথে সাক্ষাৎকার"। টেকরিপাবলিক। সংগ্রহের তারিখ আগস্ট ৪, ২০১৮।
- ↑ DistroWatch.com-এ বোধি লিনাক্সের ঘোষণা
- ↑ সাপ্তাহিক ডিস্ট্রোওয়াচ, ইশু ৪৩৭, জানুয়ারি ২, ২০১২
- ↑ বোধি লিনাক্স, দ্য বিউটিফুল কনফিগারেবল লাইটওয়েট লিনাক্স | Linux.com | লিনাক্স তথ্যের উৎস
- ↑ সাপ্তাহিক ডিস্ট্রোওয়াচ, ইশু ৪৭৪, সেপ্টেম্বর ১৭, ২০১২
- ↑ বোধি লিনাক্স ২.২ রিভিউ - স্কয়ার প্যাগ ফর রাউন্ড হোল, Dedoimedo
- ↑ Bodhi Linux 2.2.0 review | LinuxBSDos.com
- ↑ DistroWatch Weekly, Issue 504, 22 April 2013
- ↑ DistroWatch Weekly, Issue 602, 23 March 2015
- ↑ DistroWatch Weekly, Issue 692, 19 December 2016
- ↑ Bodhi Linux With Moksha Is Truly Enlightening | Reviews | LinuxInsider
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- বোধি লিনাক্স ডকুমেন্টেশন/উইকি
- বোধি লিনাক্স SourceForge.net এ