বৈশ্বিক মহামারী প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিষয়ক স্বাধীন প্যানেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বৈশ্বিক মহামারী প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিষয়ক স্বাধীন প্যানেল কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর শুরুতে ৭৩তম বিশ্ব স্বাস্থ্য অধিবেশনে গৃহীত একটি প্রস্তাব অনুসারে গঠিত একটি প্যানেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব এই প্যানেলটি গঠন করেন। এর উদ্দেশ্য হলো “ভবিষ্যতের জন্য একটি প্রমাণ-নির্ভর পথ নির্দেশ করা”। লাইবেরিয়ার সাবেক রাষ্ট্রপতি এলেন জনসন সারলিফ ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক প্যানেলের সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।

২০২১-এর প্রতিবেদন[সম্পাদনা]

২০২১ সালের মে মাসে প্যানেল চলমান কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর বিস্তার রোধ ও ভবিষ্যতের মহামারী প্রতিরোধে মতামত ও সুপারিশ দিয়ে প্রতিবেদন প্রকাশ করে।[১][২] প্রতিবেদনে চলমান ব্যবস্থাকে “উদ্দেশ্যের জন্য অনুপযোগী” বলে ঘোষণা দেওয়া হয় এবং মহামারীকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য বাধ্যবাধকতা রাখার প্রস্তাব দেওয়া হয়। প্রতিবেদনে প্যানেলকে “আইনপ্রণেতাদের দায়ী করার” আইনি ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয় এবং সদস্যরাষ্ট্রের প্রধানদের নেতৃত্বে “বৈশ্বিক স্বাস্থ্য হুমকি কাউন্সিল” গঠন করার পরামর্শ দেওয়া হয়, যা জাতিসংঘে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে বসবে।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Main Report & accompanying work - The Independent Panel for Pandemic Preparedness and Response"দিইন্ডিপেন্ডেন্টপ্যানেল.অর্গ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১ 
  2. "Report of the Independent Panel for Pandemic Preparedness and Response: making COVID-19 the last pandemic"দ্য ল্যানসেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১ 
  3. "WHO 'fell short' and needs reform post-pandemic, UK parliamentary committee says"দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১