বিষয়বস্তুতে চলুন

বেহজাতুত তাওয়ারিখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেহজাতুত তাওয়ারিখ
Behcetü't Tevârîh
بهجة التواريخ
কাজের মূল পাণ্ডুলিপির প্রথম পাতা
লেখকশুকরুল্লাহ
দেশউসমানীয় সালতানাত
ভাষাফারসি
ধরনপৃথিবীর ইতিহাস
প্রকাশনার তারিখ
১৪৫৯

বেহজাতুত তাওয়ারিখ (তুর্কি: Behcetü't-Tevârih, ফার্সি: بهجة التواريخ) হল উজির ওয়ালী মাহমুদ পাশার পক্ষে ঐতিহাসিক শুকরুল্লাহর ফারসি ভাষায় লেখা ইতিহাসের বই।[] ১৪৫৬ থরকর ১৪৫৯ সালের মধ্যে বুরসায় লেখা কাজটি ১৩টি অধ্যায় নিয়ে গঠিত।[] প্রথম ৮টি অধ্যায়ে মহাবিশ্বের সৃষ্টি এবং প্রথম মানব, চীনা, তুর্কি, গ্রীক, মুহাম্মাদ প্রভৃতি কিছু জাতি এবং সুপরিচিত মুসলিমদের কথা বলা হয়েছে।[] ১১তম অধ্যায়টি সেই অধ্যায়ের পরে এসেছে যেখানে গ্রীক দার্শনিক এবং কিছু ধর্মীয় নেতাদের উল্লেখ করা হয়েছে। এই অধ্যায়ে ইরানী শাহ, মুসলিম ও অমুসলিম শাসক নিয়ে আলোচনা করা হয়েছে। ১২তম অধ্যায়ে উমাইয়া, আব্বাসীয়, আলেভি এবং সেলজুকদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে।[] শেষ অধ্যায়ে উসমানীয় ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে।[]

তার কাজ করার সময় শুকরুল্লাহ আহমেদির ইসকান্দারনামা এবং অজ্ঞাতনামা লেখকের লিখিত সহিহুত তাওয়ারিখ নামক রচনা থেকে উপকৃত হন, যার লেখক অজানা।[] এতদ্ব্যতীত তিনি জামিউত তাওয়ারিখকে উৎস হিসেবে ব্যবহার করেছিলেন।[]

১৫৩০ বা ১৫৩১ সালে গ্রন্থটি মাহবুবু কুলুবিল আরিফিন নামে মুস্তাফা ফারিসি প্রথম তুর্কি অনুবাদ করেছিলেন।[] ১৯২৫ সালে মিতেইলুঙ্গেন জুর ওসমানিসচেন গেশিচতে ব্যবহারের জন্য এটি থিওডর সেফ দ্বারা জার্মান ভাষায় অনুবাদ করা হয়েছিল।[]

  1. দেমিরুগলু, আয়লা (১৯৯২)। İslâm Ansiklopedisi [ইসলামি বিশ্বকোষ] (পিডিএফ) (তুর্কি ভাষায়)। । ইস্তাম্বুল: তুর্কি ধর্মীয় ফাউন্ডেশন। পৃষ্ঠা ৩৪৯–৩৫০। ১৬ মার্চ ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. Özcan, Abdulkadir। "Erciyes Üniversitesi Sosyal Bilimler Enstitüsü Dergisi" (পিডিএফ)Erciyes Üniversitesi Sosyal Bilimler Enstitüsü Dergisi। Erciyes Üniversitesi Matbaası। পৃষ্ঠা 55–62। আইএসএসএন 1300-1582ওসিএলসি 234423493। ১১ ফেব্রু ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪