বেহজাতুত তাওয়ারিখ
লেখক | শুকরুল্লাহ |
---|---|
দেশ | উসমানীয় সালতানাত |
ভাষা | ফারসি |
ধরন | পৃথিবীর ইতিহাস |
প্রকাশনার তারিখ | ১৪৫৯ |
বেহজাতুত তাওয়ারিখ (তুর্কি: Behcetü't-Tevârih, ফার্সি: بهجة التواريخ) হল উজির ওয়ালী মাহমুদ পাশার পক্ষে ঐতিহাসিক শুকরুল্লাহর ফারসি ভাষায় লেখা ইতিহাসের বই।[১] ১৪৫৬ থরকর ১৪৫৯ সালের মধ্যে বুরসায় লেখা কাজটি ১৩টি অধ্যায় নিয়ে গঠিত।[১] প্রথম ৮টি অধ্যায়ে মহাবিশ্বের সৃষ্টি এবং প্রথম মানব, চীনা, তুর্কি, গ্রীক, মুহাম্মাদ প্রভৃতি কিছু জাতি এবং সুপরিচিত মুসলিমদের কথা বলা হয়েছে।[১] ১১তম অধ্যায়টি সেই অধ্যায়ের পরে এসেছে যেখানে গ্রীক দার্শনিক এবং কিছু ধর্মীয় নেতাদের উল্লেখ করা হয়েছে। এই অধ্যায়ে ইরানী শাহ, মুসলিম ও অমুসলিম শাসক নিয়ে আলোচনা করা হয়েছে। ১২তম অধ্যায়ে উমাইয়া, আব্বাসীয়, আলেভি এবং সেলজুকদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে।[১] শেষ অধ্যায়ে উসমানীয় ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে।[১]
তার কাজ করার সময় শুকরুল্লাহ আহমেদির ইসকান্দারনামা এবং অজ্ঞাতনামা লেখকের লিখিত সহিহুত তাওয়ারিখ নামক রচনা থেকে উপকৃত হন, যার লেখক অজানা।[২] এতদ্ব্যতীত তিনি জামিউত তাওয়ারিখকে উৎস হিসেবে ব্যবহার করেছিলেন।[২]
১৫৩০ বা ১৫৩১ সালে গ্রন্থটি মাহবুবু কুলুবিল আরিফিন নামে মুস্তাফা ফারিসি প্রথম তুর্কি অনুবাদ করেছিলেন।[২] ১৯২৫ সালে মিতেইলুঙ্গেন জুর ওসমানিসচেন গেশিচতে ব্যবহারের জন্য এটি থিওডর সেফ দ্বারা জার্মান ভাষায় অনুবাদ করা হয়েছিল।[২]
উৎস
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ দেমিরুগলু, আয়লা (১৯৯২)। İslâm Ansiklopedisi [ইসলামি বিশ্বকোষ] (পিডিএফ) (তুর্কি ভাষায়)। ৫। ইস্তাম্বুল: তুর্কি ধর্মীয় ফাউন্ডেশন। পৃষ্ঠা ৩৪৯–৩৫০। ১৬ মার্চ ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ ঘ Özcan, Abdulkadir। "Erciyes Üniversitesi Sosyal Bilimler Enstitüsü Dergisi" (পিডিএফ)। Erciyes Üniversitesi Sosyal Bilimler Enstitüsü Dergisi। Erciyes Üniversitesi Matbaası। পৃষ্ঠা 55–62। আইএসএসএন 1300-1582। ওসিএলসি 234423493। ১১ ফেব্রু ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪।