বেলতলা উচ্চ মাদ্রাসা বিদ্যালয়
অবয়ব
বেলতলা হাই মাদ্রাসা(উঃমাঃ) | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | রাজ্য বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯২৫ |
অধ্যক্ষ | আবুল হোসেন বিশ্বাস (TIC) |
শিক্ষকমণ্ডলী | ৪০ এর বেশি |
শ্রেণি | পঞ্চম থেকে দ্বাদশ (ছেলে-মেয়ে) |
শিক্ষার্থী সংখ্যা | ৩০০০ এর বেশি |
ভাষা | বাংলা |
অন্তর্ভুক্তি | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ |
ওয়েবসাইট | Beltalahighmadrasah.in net |
বেলতলা হাই মাদ্রাসা(উঃমাঃ) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত বাংলা মাধ্যমের বিদ্যালয়। এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত ছেলেও মেয়েদের (কলা ও বিজ্ঞান বিভাগ) পড়ানো হয়[১]। বেলতলা হাই মাদ্রাসা বিদ্যালয়টিকে এই অঞ্চলের সবচেয়ে পুরনো এবং ভালো বিদ্যালয় বলে পরিচিত। এই বিদ্যালয়ে একটা বড় খেলার মাঠ আছে যেখানে বাৎসরিক অনুষ্ঠান গুলি হয়।
বাৎসরিক অনুষ্ঠান
[সম্পাদনা]প্রত্যেক বছরে এখানে বাৎসরিক খেলাধুলা হয় । ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারি দেশের স্বাধীনতা ও প্রজান্ত্র দিবস পালিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা
[সম্পাদনা]এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত । ওয়াকফ বোর্ড দ্বারা প্রচলিত হয় [২] ।
অনন্যা তথ্য
[সম্পাদনা]- মোট ক্লাস কক্ষের সংখ্যা ৪৮
- এই বিদ্যালয়ে লাইব্রেরি আছে মোটামুটি ১৪৪৮ বই আছে।
- মিড-দে মিল ও প্রানীয় জলের ব্যবস্থা, প্রতিলঙ্গদের জন্য সিঁড়ি আছে।
- মেডিকেল চেকউপ এর সেন্টার আছে।
- উন্নত প্রযুক্তি সম্পন ল্যাব রয়েছে।(ভূগোল,পদার্থবিজ্ঞান,রসায়ন, বায়োলজি)
- ভূগোল ও কম্পিউটার এপ্লিকেশনের জন্যে উন্নত প্রযুক্তি সম্পন্ন প্রজেক্টর ও কম্পিউটার আছে।
-
বেলতলা উচ্চ মাদ্রাসা বিদ্যালয়ের ডান দিক
-
বিদ্যালয়ের আইটিআই কলেজ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "High Madrasah of Nadia"। ২০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- ↑ "Beltala High Madrasah School, Brittihuda/viii, Nadia - West Bengal"।