বের্দান নদী
বের্দান (বারাদান অথবা বারাদা) কিংবা প্রাচীন সিডনাস (গ্রিক: Κύδνος), দক্ষিণ তুরস্কের মেরসিন প্রদেশের একটি নদী। এই নদীকে মাঝেমধ্যে ঐতিহাসিক শহর তার্সুসের নামেও ডাকা হয়ে থাকে। তার্সুস ঝর্ণা বের্দানে অবস্থিত। অতীতে এই নদীর পানি শহরের মাঝে প্রবাহিত হতো। কিন্তু ষষ্ঠ শতাব্দীর পরে তার্সুসের জলপ্রবাহ অন্যদিকে সরে যায়।
ভূগোল
[সম্পাদনা]এই নদীর জলধারার উৎস তোরোস পর্বতমালায়। এর উপনদীগুলো হলো: কাদনিচিক এবং পামুক্লুক (এর শীর্ষের নাম চেহেন্নেম দেরেসি)। এই নদীর মোট দৈর্ঘ্য ১২৪ কিলোমিটার (৭৭ মা) (কাদিনিচিক সহ)। যদিও নদীটি খুব ছোট, নদীটির গড় জলপ্রবাহ[১] হলো ৪২ ঘনমিটার প্রতি সেকেন্ড (১,৫০০ ঘনফুট/সে), যা পার্শ্ববর্তী সকল নদীর চেয়ে বেশি। নদীর নিষ্কাশন অববাহিকা ১,৫৯২ বর্গকিলোমিটার (৬১৫ মা২) স্থান দখল করে। নদীর জল ভূমধ্যসাগরে ৩৬°২৮′ উত্তর ৩৪°৩০′ পূর্ব / ৩৬.৪৭° উত্তর ৩৪.৫০° পূর্ব অবস্থানে প্রবাহিত হয়। তার্সুসের উত্তরে নদীর উপর একটি ঝর্ণা রয়েছে। বহু পর্যটক বনভোজন ও দর্শনের জন্য এই ঝর্ণার কাছে আসেন।
বাঁধ
[সম্পাদনা]বের্দানে মোট চারটি বাঁধ রয়েছে। এই বাঁধগুলো বন্যা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়।[২] কিন্তু নদীর প্রবাহের শেষের দিকে কৃষিভূমি অবস্থিত, এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত সারজনিত দূষণের ফলে বাঁধের শেষের প্রান্তের পানি পান করার জন্য ব্যবহৃত হয় না।
বাঁধের নাম | নির্মাণের তারিখ | বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (মেগাওয়াট) [৩] |
---|---|---|
কাদনিচিক ১ | ১৯৭১ | ৭০ |
কাদনিচিক ২ | ১৯৭৪ | ৫৬ |
বের্দান | ১৯৯৬ | ১০ |
পামুক্লুক | ২০০৩ | ২৩.৯ |
কিংবদন্তি
[সম্পাদনা]বের্দান নদী তুরস্কের গরমতম পানির নদী, কিন্তু এর প্রথম প্রান্তের প্রবাহের পানি যা তোরোস পর্বতের সাথে সম্পর্কিত প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে। ইতিহাসের দুই বিখ্যাত ব্যক্তিত্ব এই নদীতে সাঁতার কাটার ফলে স্বাস্থ্য সমস্যায় ভুগেছে। ৩৩৩ খ্রিস্টপূর্ব সালে মহান আলেকজান্ডার[তথ্যসূত্র প্রয়োজন] এবং ৮৩৩ খ্রিস্টাব্দে খলিফা আল-মামুন দুজন এই নদীতে সাঁতার কাটার পর অসুস্থ হয়ে পড়েন (অবোষ্ণতা বা নিউমোনিয়া?); আল মামুন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
ক্লিওপেট্রা এই নদীতে নৌকায় করে প্রথমবার মার্ক অ্যান্টনির সাথে দেখা করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মেরসিন বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্র (ইংরেজিতে)
- ↑ চেম্বার অব ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, মেরসিন শাখার গবেষণাপত্র[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (তুর্কী ভাষায়)
- ↑ ১ মেগাওয়াট = ১০৬ ওয়াট
- ↑ সোহেল সানি (২৫ এপ্রিল ২০২১)। "ক্ষমতা ও লালসা মানুষকে পশুবৃত্তির দিকে ঠেলে দেয়"। বাংলাদেশ প্রতিদিন।