বেয়ারের পরীক্ষা
বেয়ারের পরীক্ষা হল জৈব রসায়নে অসম্পৃক্ততা, যেমন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন শনাক্তকরণের বহুল ব্যবহৃত পরীক্ষা। জার্মান জৈব রসায়নবিদ অ্যাডলফ ভন বেয়ারের নামাঙ্কিত এই বিক্রিয়া গুণগত বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।[১][২]
বেয়ারের পরীক্ষার বিকারক হিসেবে শীতল ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ ব্যবহৃত হয়। এটি একটি শক্তিশালী জারক পদার্থ হিসেবে জারণ ঘটায়, সেই সাথে নিজে বিজারিত হয়। কোনো যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন (-C=C- or -C≡C-) উপস্থিত থাকলে তা দ্রবণের বর্ণ গোলাপি থেকে বর্ণহীন করে দেয়। এটি একটি ইলেকট্রনাকর্ষী যুত বিক্রিয়া। অ্যালডিহাইডসমূহ এবং ফরমিক এসিড (ফরমিক এসিডের এস্টারও) এই বিক্রিয়ায় অনুরূপ ফলাফল প্রদর্শন করে।[২][৩]

পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের বিক্রিয়ায় বাদামী বর্ণের কঠিন ম্যাঙ্গানিজ(IV) অক্সাইড অধঃক্ষিপ্ত হচ্ছে।
অসম্পৃক্ততা শনাক্তকরণের অন্যান্য পরীক্ষা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ সঞ্জিত কুমার গুহ। উচ্চ মাধ্যমিক রসায়ন (২য় পত্র) (২০১৬ সংস্করণ)। লেকচার পাবলিকেশন্স লি.। পৃষ্ঠা ১৫৫। আইএসবিএন 978-984-90643-3-6।
- ↑ ক খ ড. গাজী মোঃ আহসানুল কবীর, ড. মোঃ রবিউল ইসলাম। উচ্চ মাধ্যমিক রসায়ন (২য় পত্র) (২০১৫ সংস্করণ)। এবাকাস পাবলিকেশন্স লি.। পৃষ্ঠা ১৫১। আইএসবিএন 978-984-33-7676-3।
- ↑ "Explanation from a qualitative analysis lab"।