বেনেভেন্তো কালচো
অবয়ব
পূর্ণ নাম | বেনেভেন্তো কালচো এস.আর.এল. | |||
---|---|---|---|---|
ডাকনাম | গ্লি স্ত্রেগনি (যাদুকর) | |||
প্রতিষ্ঠিত | ১৯২৯ | |||
মাঠ | স্তাদিও চিরো ভিগরিতো[১] | |||
ধারণক্ষমতা | ১৬,৮৬৭ | |||
সভাপতি | ওরেস্তে ভিগোরিতো | |||
ম্যানেজার | ফিলিপ্পো ইনৎসাগি | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ১ম (উত্তীর্ণ) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
বেনেভেন্তো কালচো (ইতালীয়: Benevento Calcio; এছাড়াও শুধুমাত্র বেনেভেন্তো নামে পরিচিত) হচ্ছে বেনেভেন্তো ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বেনেভেন্তো কালচো তাদের সকল হোম ম্যাচ বেনেভেন্তোর স্তাদিও চিরো ভিগরিতোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,৮৬৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফিলিপ্পো ইনৎসাগি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ওরেস্তে ভিগোরিতো। ইতালীয় রক্ষণভাগের খেলোয়াড় ক্রিস্তিয়ান মাদজো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
ঘরোয়া ফুটবলে, বেনেভেন্তো কালচো এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেরিয়ে বি শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]- চ্যাম্পিয়ন: ২০১৯–২০
- চ্যাম্পিয়ন: ২০১৫–১৬
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২০।
- ↑ "Benevento Calcio"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইতালীয়)