বেনি আয়িশ
অবয়ব
বেনি আয়িশ
| |
---|---|
স্থানীয় পরিষদ (১৯৮১ সাল থেকে) | |
হিব্রু প্রতিলিপি | |
• আইএসও ২৫০ | Bnei ʕayš |
জেলা শহর | কেন্দ্রীয় জেলা |
প্রতিষ্ঠা | ৭ ডিসেম্বর ১৯৫৭ |
সরকার | |
• পৌরসভা কেন্দ্র | আরিহা গেরিলা |
আয়তন | |
• মোট | ৮৩৬ দুনামs (৮৩.৬ হেক্টর or ২০৭ একর) |
নামের অর্থ | আকিবা ইউসুফ শ্লেজিংগারের সন্তান |
বেনি আয়িশ (হিব্রু ভাষায়: בְּנֵי עַיִ"שׁ) হল ইসরায়েলের কেন্দ্রীয় জেলা শহর এবং স্থানীয় পরিষদ। আশদোদ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এবং গেদেরার সংলগ্ন স্থানে অবস্থিত। ২০১৯ সালে এর জনসংখ্যা ছিল ৬৯৭৮ জন।[১]
ইতিহাস
[সম্পাদনা]জনবসতিপূর্ণ শহরটি ১৯৫৭ সালে ফিলিস্তিনি গ্রাম ইয়াসুরের অন্তর্গত জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৮ সালের আগে, এলাকাটি ম্যান্ডেট যুগে ব্রিটিশ সেনাদের জন্য একটি সামরিক ঘাঁটি হিসেবে কাজ করেছিল। এটির নামকরণ করা হয়েছিল রাব্বি আকিভা ইয়োসেফ শ্লেজিংগারের নামে, যার নাম সংক্ষেপে আয়িশ।
বেনি আয়িশ মূলত ১৯৫০ এর দশকের গোড়ার দিকে ইয়েমেন থেকে অভিবাসীদের জন্য একটি ট্রানজিট ক্যাম্প হিসাবে কাজ করেছিল। বর্তমানে এর জনসংখ্যা প্রায় সম্পূর্ণ ইয়েমেনি বংশোদ্ভূত ইহুদি এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আসা অভিবাসীদের দ্বারা গঠিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Population in the Localities 2019" (XLS)। Israel Central Bureau of Statistics। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২০।