বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয়

স্থানাঙ্ক: ২৩°১৮′৪২″ উত্তর ৮৯°২৫′২১″ পূর্ব / ২৩.৩১১৫৬৬° উত্তর ৮৯.৪২২৩৮১° পূর্ব / 23.311566; 89.422381
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুনাগাতী ডিগ্রী কলেজ
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৭৩
অধ্যক্ষমোঃ আকরাম খান
শিক্ষার্থী৭০০
অবস্থান
বুনাগাতী বাজার

২৩°১৮′৪২″ উত্তর ৮৯°২৫′২১″ পূর্ব / ২৩.৩১১৫৬৬° উত্তর ৮৯.৪২২৩৮১° পূর্ব / 23.311566; 89.422381
ভাষাবাংলা
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ক্রীড়াক্রিকেট, ফুটবল
ওয়েবসাইটhttp://bunagatidegreecollege.com
মানচিত্র

বুনাগাতী ডিগ্রী কলেজ (ইংরেজি: Bunagati Degree College) বাংলাদেশের মাগুরা জেলার একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি ডিগ্রী কলেজ।

অবস্থান[সম্পাদনা]

বুনাগাতী ডিগ্রী কলেজ মাগুরা জেলার শালিখা থানার বুনাগাতী বাজারে অবস্থিত। চিত্রা নদীর তীর ঘেষে গড়ে উঠেছে।

প্রতিষ্ঠার ইতিহাস[সম্পাদনা]

এটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান,মানবিক এবং বাণিজ্য বিভাগ চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি কোর্স চালু আছে। বর্তমানে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সংখ্য প্রায় ৭০০ শিক্ষক রয়েছেন ৩৪ জন।

তথ্যসূত্র[সম্পাদনা]