বুদিথির পিতলের শিল্পকর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুদিথির পিতলের শিল্পকর্ম
ভৌগোলিক নির্দেশক
ধরনহস্তশিল্প
অঞ্চলবুদিথি, শ্রীকাকুলাম জেলা, অন্ধ্র প্রদেশ
দেশভারত
উপাদানব্রোঞ্জ


বুদিথির পিতলের শিল্পকর্ম হলো সংকর ধাতু যেমন পিতলের তৈরি পণ্য, যা ভারতের এর অন্ধ্রপ্রদেশ শ্রীকাকুলাম জেলার বুদিথি নামক গ্রামে তৈরি করা হয়ে থাকে।[১][২][৩][৪] এগুলো ভৌগোলিক নিদর্শনের জিনিসপত্র (নিবন্ধকরণ এবং সুরক্ষা) আইন, ১৯৯৯ অনুসারে অন্ধ্র প্রদেশের একটি ভৌগোলিক নিদর্শন হস্তশিল্প হিসাবে নিবন্ধিত হয়েছিল। [৫] এটি অন্ধ্রপ্রদেশের ভৌগোলিক নিদর্শনের অন্যতম হস্তশিল্প হিসাবে নিবন্ধিত হয়েছিল। [৬]

পশ্চাদপট[সম্পাদনা]

মধ্য শ্রীকাকুলামের বুদিথি নামে একটি ছোট্ট গ্রামে সঙ্কর ধাতু থেকে সুন্দর আকারের হস্তশিল্প তৈরি হয়। এখানে আকর্ষণীয় ঐতিহ্যবাহী বস্তু থেকে শুরু করে মার্জিত আধুনিক দ্রব্যও প্রস্তুত হয়। প্রচলিত রান্নার পাত্র থেকে শুরু করে সমসাময়িক প্রয়োজন অনুসারে দ্রব্য - যেমন ফুলের পাত্র বা গাছ রাখার পাত্রও তৈরি হয়। সাধারণত পিতল দিয়ে তৈরি বস্তুগুলির নকশা জ্যামিতিক হয়ে থাকে, যার মধ্যে সরল রেখাঙ্কন এবং বক্ররেখার সহজ এবং আকর্ষণীয় উপস্থাপনা থাকে। পুষ্পশোভিত নকশাও থাকতে পারে।[৭]

পিতল সামগ্রী[সম্পাদনা]

কারিগররা সাধারণত পিতল সামগ্রী যেমন মন্দিরের ঘণ্টা, রান্নার পাত্র, ফুলের পাত্র, বাতি ইত্যাদি তৈরিতে কাজ করেন, যেগুলোর বিভিন্ন জ্যামিতিক নকশা রয়েছে। [২][৮]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Naidu, T. Appala (২০১৯-১১-০২)। "Budithi brass craft on the brink of extinction"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৮ 
  2. "Budithi Brassware"AP Tourism। ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. "Budithi Bell and Brass Craft of Andhra Pradesh – Asia InCH – Encyclopedia of Intangible Cultural Heritage" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৮ 
  4. "Lepakshi Handicrafts"www.lepakshihandicrafts.gov.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৮ 
  5. "Geographical Indication"The Hans India। ২৩ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  6. "Registration Details of Geographical Indications" (PDF)Intellectual Property India, Government of India। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯ 
  7. "Brassware"। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১ 
  8. "Traditional crafts attract delegates"। ১৪ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৬