বিসিজি পন্টুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রেণি'র সারাংশ
নাম: বিসিজি পন্টুন
নির্মাতা:
ব্যবহারকারী:  বাংলাদেশ কোস্ট গার্ড
নির্মিত: ২০১৪-২০১৯
পরিষেবাতে: ২০১৫-বর্তমান
অনুমোদন লাভ: ২০১৪-বর্তমান
সম্পন্ন: ২০টি
সক্রিয়: ২০টি
সাধারণ বৈশিষ্ট্য
প্রকার: প্রশস্ততল বিশিষ্ট ভাসমান প্লাটফর্ম
দৈর্ঘ্য: ৩০ মিটার (৯৮ ফু)
প্রস্থ: ৮.৫০ মিটার (২৭.৯ ফু)
ড্রাফট: ০.৫৫ মিটার (১.৮ ফু)
গভীরতা: ২ মিটার (৬.৬ ফু)
টীকা:
  • ১ × ২৬ অশ্বশক্তি (১৯ কিওয়াট) জেনারেটর;
  • ১ × ফায়ার ফাইটিং পাম্প;
  • ২ × বিশুদ্ধ পানির পাম্প;
  • ২ × সামুদ্রিক পানির পাম্প;
  • ১ × জ্বালানী তেল স্থানান্তর পাম্প;
  • ১ × ডিসি ফ্রিজার সহ সোলার সিস্টেম;
  • ১ × পাওয়ার অপারেটেড ডেভিট (৫০০ কেজি উত্তোলন ক্ষমতা);
  • বিশুদ্ধ পানি ধারণক্ষমতা ১০০ টন;
  • জ্বালানী তেল ধারণক্ষমতা ৪০ টন

বিসিজি পন্টুন হলো বাংলাদেশে নির্মিত প্রশস্ততল বিশিষ্ট ভাসমান প্লাটফর্ম-এর শ্রেণী যা বাংলাদেশ কোস্ট গার্ড দ্বারা ব্যবহৃত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধায়নে খুলনা শিপইয়ার্ড লিমিটেড, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং খান ব্রাদার্স শিপওয়েজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃক এসব নৌযান নির্মাণ করা হয়। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এসব নৌযান নদী এবং উপকূলবর্তী অঞ্চলে অস্থায়ী জেটি স্থাপন ও অন্যান্য জাহাজসমূহ পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদানে কার্যকরী ভূমিকা পালন করে।[১][২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০][১১]

ইতিহাস[সম্পাদনা]

সশস্ত্র বাহিনীর জন্য গৃহীত দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক দেশীয় উৎস থেকে বিভিন্ন নৌযান সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায়, এনহ্যান্সমেন্ট অব অপারেশনাল ক্যাপাবিলিটি অব বাংলাদেশ কোস্ট গার্ড শীর্ষক প্রকল্পের আওতায় দেশীয় প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ড লিমিটেড, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং খান ব্রাদার্স শিপওয়েজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃক প্রশস্ততল বিশিষ্ট ভাসমান প্লাটফর্ম বা পন্টুন নির্মাণ করা হয়।

প্রথম পর্যায়ে ১৮ জুন, ২০১৪ সালে ৪টি স্বনির্ভর পন্টুন নির্মাণের উদ্দেশ্য খান ব্রাদার্স শিপওয়েজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ১২ আগস্ট, ২০১৪ সালে কিল লেয়িং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত নৌযানের নির্মাণ কার্যক্রম শুরু হয়। নির্মাণকাজ শেষে প্রতিটি নৌযান কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়।

দ্বিতীয় পর্যায়ে আরো ৩টি স্বনির্ভর পন্টুন নির্মাণের উদ্দেশ্য খান ব্রাদার্স শিপওয়েজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ ডিসেম্বর, ২০১৫ সালে কিল লেয়িং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত নৌযানের নির্মাণ কার্যক্রম শুরু হয়। নির্মাণকাজ শেষে ২০ মে, ২০১৬ সালে প্রতিটি নৌযান পানিতে ভাসানো হয় এবং পর্যায়ক্রমে কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়।

তৃতীয় পর্যায়ে ৫ মার্চ, ২০১৮ সালে ১৩টি স্বনির্ভর পন্টুন নির্মাণের উদ্দেশ্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২৬ এপ্রিল, ২০১৮ সালে খুলনা শিপইয়ার্ড প্রাঙ্গণে কোস্ট গার্ডের তৎকালীন মহাপরিচালক এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএল, এনডিসি, পিএসসি-বিএন কিল লেয়িং অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা করেন। নির্মাণকাজ শেষে প্রতিটি নৌযান পর্যায়ক্রমে কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়।

বৈশিষ্ট্য ও যান্ত্রিক কাঠামো[সম্পাদনা]

বিসিজি পন্টুন-শ্রেণীর প্রশস্ততল বিশিষ্ট ভাসমান প্লাটফর্ম-এর দৈর্ঘ্য ৩০ মিটার (৯৮ ফু), প্রস্থ ৮.৫০ মিটার (২৭.৯ ফু), গভীরতা ২ মিটার (৬.৬ ফু) এবং ড্রাফট ০.৫৫ মিটার (১.৮ ফু)। এছাড়াও, প্রতিটি জাহাজ ১০০ টন বিশুদ্ধ পানি এবং ৪০ টন জ্বালানী তেল ধারণ করতে সক্ষম।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "SELF SUSTAINED DOUBLE STORIED PONTOON – Khulna Shipyard Ltd" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০২ 
  2. "Contract Signing Ceremony for 13 Self Sustained Pontoons"www.khulna shipyard ltd facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০২ 
  3. "২টি টাগ বোট এবং ১৩টি পনটুন এর কিল লেয়িং অনুষ্ঠান"www.khulna shipyard ltd facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০২ 
  4. "A Contract Signing Ceremony took place for building 04 Nos Pontoon (Large) between Bangladesh Coast Guard and Khan Brothers Shipbuilding Ltd."www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০২ 
  5. "Keel Laying Ceremony or Large Pontoon for Bangladesh Coast Guard on 12.08.2014"www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০২ 
  6. "Visiting & Keel Laying Ceremony of Pontoons Hull no. @ KBSBL 36, 37 & 38 with Honorable Chief Guest Rear Admiral Mohammad Makbul Hossain, (TAS), ndu, psc, Director General, Bangladesh Coast Guard."www.facebook.com 
  7. "Launching Pontoon of Bangladesh Coast Guard at Kbsbl."www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০২ 
  8. "Bangladesh Coast Guard pontoon launching on water."www.facebook.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০২ 
  9. "সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) বিষয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা" (পিডিএফ)emrd.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০২ 
  10. "বাংলাদেশ কোস্ট গার্ড-এর সমাপ্ত উন্নয়ন প্রকল্পের তথ্য" (পিডিএফ)coastguard.portal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০২ 
  11. "উপকূল রক্ষায় সোচ্চার কোস্টগার্ড বাহিনী।"