বিষয়শ্রেণী আলোচনা:২১শ শতাব্দীর ভারতীয় রাজ্য বিধায়ক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

@কুউ পুলক: ইংরেজিতে MLA দিয়ে Members of Legislative Assembly (বিধানসভার সদস্য) বুঝিয়েছে। "অন্ধ্রপ্রদেশ বিধায়ক ২০০৪-২০০৯‎" না দিয়ে আমার মনে হয় "অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য ২০০৪-২০০৯‎" দিলে অর্থ সুন্দর হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০০, ৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান আমার তো এখন এই জাতীয় বিষয়শ্রেণীগুলো বানানো শেষ। আপনি যেটা বলেছেন ওটা দয়া করে বট দিয়ে করে দিয়েন। -- ━ কুউ পুলক (আলাপ) ১৭:০৪, ৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান আবার এভাবেও কিন্তু ভাবা যায় ওরা Members of Legislative Assembly কে সংক্ষেপ করে দিয়েছে MLA আমরা বিধানসভার সদস্য কে সংক্ষেপ করে করেছি বিধায়ক। -- ━ কুউ পুলক (আলাপ) ১৭:০৭, ৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক: তাও চলে। তবে সেক্ষেত্রে "অন্ধ্রপ্রদেশের বিধায়ক" সুন্দর লাগে আবার। যাইহোক, এখানের সবগুলির নামান্তর করতে ৫ মিনিট লাগবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৩, ৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান আমি এখন আন্তঃউইকি সংযোগের কাজ করছি। তবে কি কাজ আজকে বন্ধ রাখবো কিনা বলেন। -- ━ কুউ পুলক (আলাপ) ১৭:১৬, ৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@কুউ পুলক: আমি আন্তঃউইকি করে দিয়েছি। আপনি কাল এগুলিতে নিবন্ধ যোগ করুন। আমি একটু পরে নাম পরিবর্তন করে দিব। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৩, ৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। -- ━ কুউ পুলক (আলাপ) ১৯:১৮, ৫ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]