উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ উইজার্ড

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম সম্ভবত উইজার্ড হবে, তাই না? ইংরেজি তো Wizard।--তানভির (আলাপ | অবদান) ১৮:৩৬, ১৪ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

বই ও নেট তফাৎ[সম্পাদনা]

বই-ই আসল, ইন্টারনেট তো সাময়িক অথবা অগুরুত্বপূর্ণ স্থানে বলতে তথ্য দেখার জন্য ব্যবহার করা হবে! বইয়ের কখনোই বিকল্প হয় না। উইকিতে লিখতে চাইলেও আপনাকে অবশ্যই বই পড়ে একই বিষয়ে প্রচুর জানাশোনা নিয়ে লিখতে আসতে হবে। Omar Ali Ashraf (আলাপ) ২০:৪০, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

একটি স্কুল এন্ড কলেজ নিবন্ধন করার জন্য[সম্পাদনা]

বিনীত নিবেদন এই যে, সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি উইকিপিডিয়াতে নিবন্ধিত হয়নি।তাই এটি উইকিপিডিয়াতে নিবন্ধন করতে চাই। Sourov Chandra Das (আলাপ) ১০:৫৬, ৩১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@Sourov Chandra Das: উইকিপিডিয়ায় কোনো প্রতিষ্ঠান নিবন্ধ করা হয় না। তবে যদি নিবন্ধ বুঝিয়ে থাকেন সেক্ষেত্রে প্রথমে উল্লেখযোগ্যতা যাচাই করতে হবে। ধন্যবাদ। — AKanik 💬 ১৬:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]