সাইফুদ্দিন শাবান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা খাত্তাব হাসান (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:১৩, ১৭ জুন ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল ("Al-Kamil Sha'ban" পাতাটির সূচনা অনুচ্ছেদ অনুবাদ করে তৈরি করা হয়েছে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

শাবান
মালিকুল কামিল
Writing utensils for Al-Kamil Sha'ban
মিশরের সুলতান
রাজত্বআগস্ট ১৩৪৫ – সেপ্টেম্বর ১৩৪৬
পূর্বসূরিসালিহ ইসমাইল
উত্তরসূরিমুযাফফর হাজ্জি
জন্মঅজ্ঞাত
কায়রো, মামলুক মিশর
মৃত্যু২১ সেপ্টেম্বর ১৩৪৬
কায়রো, মামলুক সালতানাত
পূর্ণ নাম
মালিকুল কামিল সাইফুদ্দিন শাবান বিন মুহাম্মাদ
রাজবংশকালাউনি
পিতানাসির মুহাম্মাদ
ধর্মসুন্নি ইসলাম

মালিকুল কামিল সাইফুদ্দিন শাবান বিন মুহাম্মাদ বিন কালাউন, যিনি কামিল শাবান নামে বেশি পরিচিত, ১৩৪৫ সালের আগস্ট থেকে ১৩৪৬ সালের জানুয়ারি পর্যন্ত মিশরের মামলুক সুলতান ছিলেন। তিনি তার ভাই সালিহ ইসমাইলের স্থলাভিষিক্ত হয়ে সুলতান হিসেবে দায়িত্ব পালনকারী নাসির মুহাম্মাদের পঞ্চম পুত্র ছিলেন। শাবান মুযাফফর হাজ্জির হয়ে লড়াই করা হাজ্জির ভাই আমির শামসুদ্দিন আকসুনকুর দ্বারা সংগঠিত তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহের সময় সিংহাসনচ্যুত ও নিহত হন।