বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা খাত্তাব হাসান (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:৫৮, ৭ মে ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল ("Bengaluru Underworld" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড
পরিচালকপিএন সত্য
প্রযোজকজি আনন্দ
শ্রেষ্ঠাংশে
  • আদিত্য
  • পায়েল রাধাকৃষ্ণ
  • ড্যানিয়েল বালাজি
সুরকারঅনুপ সিলিন
মুক্তি
  • ১০ মার্চ ২০১৭ (2017-03-10)
স্থিতিকাল১ ঘন্টা ৫২ মিনিট
দেশভারত
ভাষাকন্নড়

বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড হচ্ছে একটি ২০১৭ সালের ভারতীয় কন্নড় ক্রাইম ড্রামা চলচ্চিত্র, যা পিএন সত্য দ্বারা পরিচালিত।[১][২] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদিত্য। পায়েল রাধাকৃষ্ণ এবং ড্যানিয়েল বালাজি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।[৩][৪][৫]

পটভূমি

রাম/মালিক (আদিত্য) হচ্ছে একজন আন্ডারওয়ার্ল্ড ডন বেঙ্গালুরুতে রাজা হতে চান। কিন্তু অন্য গ্যাংয়ের কিছু লোক এটা ঘটুক তা চায় না। তিনি নিজের অবস্থান তৈরি না হওয়া পর্যন্ত লড়াই করেন। তিনি যেভাবে এলাকায় আবির্ভূত হন এবং যা কিছু করেন তাতে তাকে সমর্থন করেন।

অভিনয়ে

  • রাম/মালিক চরিত্রে আদিত্য
  • সিরিশার চরিত্রে পায়েল রাধাকৃষ্ণ
  • এসিপি টমাসের ভূমিকায় ড্যানিয়েল বালাজি

সাউন্ডট্র্যাক

বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখফেব্রুয়ারি ২০১৭
ঘরানাফিচার চলচ্চিত্র সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য:০৬

ছবিটির সাউন্ডট্র্যাকের সঙ্গীত রচনা করেছেন অনুপ সিলিন। অ্যালবামটি দুটি সাউন্ডট্র্যাকে গঠিত।

 

ট্র্যাক তালিকা
নং.শিরোনামগায়কদৈর্ঘ্য
১."ইয়ে মালিক"কৃষ্ণ বেউরা, মোহন, শ্রীনিবাস ও বিজয় উরস৩:৫১
২."নানে নিনু"ইন্দু নাগরাজ ও সিদ্ধার্থ বেলমান্নু৪:১৬

তথ্যসূত্র