সর্দার অজিত সিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
প্রকাশ
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
নকীব বট (আলোচনা | অবদান)
সাধারণ পরিষ্করণ: {{উৎসহীন}} যোগ
১ নং লাইন: ১ নং লাইন:
{{উৎসহীন|date=জুলাই ২০২০}}
[[File:Sardar Ajit Singh 1999 stamp of India.jpg|thumb|upright=1.1|১৯৯৯ সালের ভারতের ডাকটিকিটে সরদার অজিত সিং]]
[[File:Sardar Ajit Singh 1999 stamp of India.jpg|thumb|upright=1.1|১৯৯৯ সালের ভারতের ডাকটিকিটে সরদার অজিত সিং]]
'''সর্দার অজিত সিং''' (২৩ ফেব্রুয়ারি ১৮৮১ - ১৫ আগস্ট ১৯৪৭) ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের একজন বিপ্লবী ছিলেন। সর্দার অজিত সিং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শহীদ [[ভগৎ সিং]]-এর কাকা ছিলেন। তিনি ব্রিটিশ শাসনকে ভারত থেকে তাড়ানোর জন্য প্রস্তুতি নেন এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে আলোচনা করেন। সর্দার [[অজিত সিং]] সামনা সামনি বিরোধিতা করেন, এর কারণে অজিত সিং কে রাজনৈতিক 'বিদ্রোহী' ঘোষণা করা হয়। যার কারনে তাকে জীবনের বেশির ভাগ সময় জেলে কাটাতে হয়। ১৯০৬ সালে লালা লাজপত রায়ের সাথে সর্দার অজিত সিংকেও দেশ ছাড়ার দণ্ড দেওয়া হয়।
'''সর্দার অজিত সিং''' (২৩ ফেব্রুয়ারি ১৮৮১ - ১৫ আগস্ট ১৯৪৭) ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের একজন বিপ্লবী ছিলেন। সর্দার অজিত সিং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শহীদ [[ভগৎ সিং]]-এর কাকা ছিলেন। তিনি ব্রিটিশ শাসনকে ভারত থেকে তাড়ানোর জন্য প্রস্তুতি নেন এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে আলোচনা করেন। সর্দার [[অজিত সিং]] সামনা সামনি বিরোধিতা করেন, এর কারণে অজিত সিং কে রাজনৈতিক 'বিদ্রোহী' ঘোষণা করা হয়। যার কারনে তাকে জীবনের বেশির ভাগ সময় জেলে কাটাতে হয়। ১৯০৬ সালে লালা লাজপত রায়ের সাথে সর্দার অজিত সিংকেও দেশ ছাড়ার দণ্ড দেওয়া হয়।

১১:১৩, ১৩ জুন ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

১৯৯৯ সালের ভারতের ডাকটিকিটে সরদার অজিত সিং

সর্দার অজিত সিং (২৩ ফেব্রুয়ারি ১৮৮১ - ১৫ আগস্ট ১৯৪৭) ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের একজন বিপ্লবী ছিলেন। সর্দার অজিত সিং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শহীদ ভগৎ সিং-এর কাকা ছিলেন। তিনি ব্রিটিশ শাসনকে ভারত থেকে তাড়ানোর জন্য প্রস্তুতি নেন এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে আলোচনা করেন। সর্দার অজিত সিং সামনা সামনি বিরোধিতা করেন, এর কারণে অজিত সিং কে রাজনৈতিক 'বিদ্রোহী' ঘোষণা করা হয়। যার কারনে তাকে জীবনের বেশির ভাগ সময় জেলে কাটাতে হয়। ১৯০৬ সালে লালা লাজপত রায়ের সাথে সর্দার অজিত সিংকেও দেশ ছাড়ার দণ্ড দেওয়া হয়।

সর্দার অজিত সিং-এর সমন্ধে বাল গঙ্গাধর তিলক বলেছিল, স্বাধীন ভারতে অজিত সিং প্রথম রাষ্ট্রপতি হাওয়ার যোগ্য। ১৯০৯ সালে সর্দার অজিত সিং ঘর পরিবার ছেড়ে দিয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য বিদেশে যাত্রা শুরু করেন। সে সময় অজিত সিং-এর বয়স ছিল ২৮ বছর। ইরানের রাস্তা দিয়ে তুর্কি, জার্মানি, ব্রাজিল, ইতালি ও জাপান বিভিন্ন দেশে থেকে সর্দার অজিত সিং স্বাধীনতা সংগ্রামের বীজ তৈরি করেন এবং আজাদ হিন্দ ফৌজের স্থাপনা করেন।

নেতাজি সুভাষচন্দ্র বসু, হিটলার আর মুসোলিনির সাথে যুক্ত হন। রোম রেডিওকে তিনি এক নতুন নাম দেয় 'আজাদ হিন্দ রেডিও', এই রেডিওর মাধ্যমেই তিনি বিপ্লবের প্রচার করতেন। ১৯৪৭ সালে অজিত সিং ভারতে ফিরে আসেন। সর্দারের স্ত্রীর নাম ছিল হরনাম কৌর।

১৫ ই আগস্ট ১৯৪৭ সালের ভোর রাতে ৪ টার সময় সর্দার অজিত মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

প্রকাশ রায়ের লেখা