সর্দার অজিত সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৯৯ সালের ভারতের ডাকটিকিটে সরদার অজিত সিং

সর্দার অজিত সিং (২৩ ফেব্রুয়ারি ১৮৮১ ― ১৫ আগস্ট ১৯৪৭) ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের একজন বিপ্লবী ছিলেন। সর্দার অজিত সিং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শহীদ ভগৎ সিং-এর কাকা ছিলেন।[১] তিনি ব্রিটিশ শাসনকে ভারত থেকে তাড়ানোর জন্য প্রস্তুতি নেন এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে আলোচনা করেন। সর্দার অজিত সিং সামনা সামনি বিরোধিতা করেন, এর কারণে অজিত সিং কে রাজনৈতিক 'বিদ্রোহী' ঘোষণা করা হয়। যার কারনে তাকে জীবনের বেশির ভাগ সময় জেলে কাটাতে হয়। ১৯০৬ সালে লালা লাজপত রায়ের সাথে সর্দার অজিত সিংকেও দেশ ছাড়ার দণ্ড দেওয়া হয়।

সর্দার অজিত সিং-এর সমন্ধে বাল গঙ্গাধর তিলক বলেছিলেন, স্বাধীন ভারতে অজিত সিং প্রথম রাষ্ট্রপতি হাওয়ার যোগ্য। ১৯০৯ সালে সর্দার অজিত সিং ঘর পরিবার ছেড়ে দিয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য বিদেশে যাত্রা শুরু করেন। সে সময় অজিত সিং-এর বয়স ছিল ২৮ বছর। ইরানের রাস্তা দিয়ে তুর্কি, জার্মানি, ব্রাজিল, ইতালি ও জাপান বিভিন্ন দেশে থেকে সর্দার অজিত সিং স্বাধীনতা সংগ্রামের বীজ তৈরি করেন এবং আজাদ হিন্দ ফৌজের স্থাপনা করেন।[২]

নেতাজি সুভাষচন্দ্র বসু, হিটলার আর মুসোলিনির সাথে যুক্ত হন। রোম রেডিওকে তিনি এক নতুন নাম দেন 'আজাদ হিন্দ রেডিও', এই রেডিওর মাধ্যমেই তিনি বিপ্লবের প্রচার করতেন। ১৯৪৭ সালে অজিত সিং ভারতে ফিরে আসেন। সর্দারের স্ত্রীর নাম ছিল হরনাম কৌর।

মৃত্যু[সম্পাদনা]

১৫ ই আগস্ট ১৯৪৭ সালের ভোর রাতে ৪ টার সময় সর্দার অজিত মৃত্যুবরণ করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ভগত্‍ সিং এর প্রথম জীবন। - Sob Khobor"Dailyhunt (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৫ 
  2. রায়, প্রকাশ (২০২১)। বিস্মৃত বিপ্লবী চতুর্থ খণ্ড। চেন্নাই: নোশনপ্রেস চেন্নাই তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-248-8 
  3. Mitra, Sritama (২০২০-০৮-১৩)। "স্বাধীনতা দিবসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বিপ্লবী! ভগত সিংয়ের মার্গদর্শী কাকা সম্পর্কে কিছু তথ্য"https://bengali.oneindia.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৫  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)