ম্যাডোনা সেবাস্টিয়ান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি যোগ
নকীব বট (আলোচনা | অবদান)
৮৩ নং লাইন: ৮৩ নং লাইন:
[[বিষয়শ্রেণী:তামিল চলচ্চিত্র অভিনেত্রী]]
[[বিষয়শ্রেণী:তামিল চলচ্চিত্র অভিনেত্রী]]
[[বিষয়শ্রেণী:ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী]]
[[বিষয়শ্রেণী:ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী]]
[[বিষয়শ্রেণী:মালায়ালম চলচ্চিত্র অভিনেত্রী]]
[[বিষয়শ্রেণী:মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী]]
[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]

০৯:৩৪, ১৮ মার্চ ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

ম্যাডোনা সেবাস্টিয়ান
জন্ম
কেপুঝা, কন্নর, কেরালা, ভারত
মাতৃশিক্ষায়তনক্রাইস্ট ইউনিভার্সিটি, বেঙ্গালুরু
পেশাঅভিনেত্রী, গায়িকা, উপস্থাপিকা
কর্মজীবন২০১৫―বর্তমান

ম্যাডোনা সেবাস্টিয়ান একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রধানত মালয়ালাম ও তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার অভিষেক হয় ২০১৫ সালে প্রমাম নামে মালায়লাম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।[১]

ব্যক্তিগত জীবন

ম্যাডেনা ভারতের কান্নুরের ছেরুপুঝায় জন্মগ্রহণ করেন। তার বাবা বেবিচিড দেবাশিয়া ও মা শায়লা বেবেচিড। তিনি ভারতের আঙ্গামালিতে বেড়ে ওঠেন। তিনি কাদিয়ারুপ্পুর সেন্ট পিটার'স সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়ালেখা করেছেন।[১] তিনি ভারতের কোঝিকোড়েতে সার্ট (START)বিষয়ে এক বছর ধরে মাস্টার ট্রেইনিং কোর্স করেন৷ তিনি ভারতে ব্যাঙ্গালুরুর ক্রাইস্ট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব কমার্সে স্নাতক করেছেন।[১] কর্ণাটক সঙ্গীত ও পশ্চিমা সঙ্গীতে তিনি প্রশিক্ষণ নিয়েছেন।

পেশাজীবন

চলচ্চিত্র

ম্যাডোনা দীপক দেব ও গোপি দেবের মত কম্পোজারদের জন্য গান গান গেয়েছেন।[১] তার অংশগ্রহণ করা জনপ্রিয় মালয়ালাম সঙ্গীত অনুষ্ঠান মিউজিক মোজো দর্শক ও সমালোচকদের থেকে ভালো সাড়া ও প্রশংসা পায়৷ সুর্য টিভিতে তার উপস্থাপনা দেখা পর প্রপমাম চলচ্চিত্রের পরিচালক আলহোনসে পুথারেন তার আসন্ন প্রকল্পে অডিশনের জন্য সেবাস্টিয়ানকে ডেকে পাঠান।[১] যদিও তিনি অভিনয়ে আগ্রহী ছিলেন না, তারপরও তিনি অডিশন দেন এবং মেরি চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত হন। কিন্তু তিনি জোরাজোরি করেন সেলিন চরিত্রের সাথে তার অধিক রয়েছে, ফলে মেরির চরিত্র অনুপমা প্রেমস্মরণকে দিয়ে দেওয়া হয়।[১]

প্রেমাম চলচ্চিত্রের পর তিনি বিজয় সেতুপাঠির বিপরীতে খাড়ালুম কাদান্দু পোগাম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক করেন। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সাথে সাথেই জনপ্রিয়তা পায়। দিলিপের বিপরীতে অভিনয় করা তার দ্বিতীয় মালয়ালাম চলচ্চিত্র কিং লায়ারও বক্স অফিসে ভালো ফলাফল করে। এরপর ম্যাডোনা নিভিন পলি ও সাই পল্লবির পরিবর্তে নাগা চৈতন্য ও শ্রুতি হাসানের সাথে প্রেমাম চলচ্চিত্রের তেলেগু রিমেকে অভিনয় করেন।[২][৩]

তাকে শুমেস লাল পরিচালিত ও নিতিন নাথনরচিত ইংরেজি ভাষার হিউম্যানস অব সামওয়ান চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে। তার অভিষেকের খাড়ালুম কাদান্দু পোগাম চলচ্চিত্রের পর কে.ভি. আনন্দ পরিচালিত আসন্ন তামিল ভাষার কাভান চলচ্চিত্রে সেবাস্টিয়ান আবারও বিজয় সেতুপাটির সাথে জুটিবদ্ধ হবেন।[৪] এছাড়াও তাকে ধনুশ পরিচালিত প্রথম চলচ্চিত্র পাওয়ার পানডি-তে বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে।

সঙ্গীত

শৈশবকাল থেকেই সঙ্গীতের প্রতি ম্যাডোনার ভীষণ আগ্রহ ছিল। কার্ণাটিক ও পশ্চিমা সঙ্গীতে দীক্ষা পাওয়া এই গায়িকা কাপ্পা টিভির মিউজিক মোজো ও বহু জনপ্রিয় মালয়ালাম সঙ্গীত পরিচালকের জন্য সঙ্গীত পরিবেশনা করেছেন।[৫] ২০১৫ সালে ইউ টু ব্রুটস নামের চলচ্চিত্রের জন্য রবি আব্রাহামের সাথে "রাবুকলি" শিরোনামে একটি গান গান। জুটিটি পরবর্তীতে 'এভার আফ্টার' নামে একটি ব্যান্ড তৈরী করে।[৬]

২০১৬ সালে ব্যান্ডটি তাদের প্রথম মিউজিক ভিডিও 'ভিরুথে' অনলাইনে প্রকাশ করে।[৭] গান সম্পর্কে ম্যাডোনাক বলেন, "শৈশব থেকেই গান আমার জীবনের একটি অংশ এবং গান ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারিনা। গান সারাজীবন আমার রক্তে মিশে থাকবে"।

ম্যাডোনা এছাড়াও দুবাইয়ের একটি রেডিও স্টেশন হিট ৯৭.৬-এর জন্য দীপক দেব রচিত জিঙ্গেল গেয়েছেন। [৮]

চলচ্চিত্র তালিকা

Key
এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্র দ্বারা এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রকে বোঝানো হয়েছে
বছর শিরোনাম চরিত্র পরিচালক ভাষা মন্তব্য
২০১৫ প্রেমাম সেলিন জর্জ আলফোনসে পুথরেন মালয়ালাম মালয়ালামে অভিষেক
সিমা এ্যাওয়ার্ডস ফর বেস্ট ফিমেল ডেবিউ - মালয়ালামের জন্য মনোনীত
২০১৬ খাড়ালুম কাদান্ধু পোগাম ইয়াজহিনি বক্তিরজন নালান কুমারস্বামী তামিল তমিলে অভিষেক
ভিকাতান এ্যাওয়ার্ডস - বেস্ট ডেবিউ হিরোয়িন
কিং লায়ার অঞ্জলি লাল মালায়ালাম
প্রেমাম সিন্ধু চান্দু মোন্দেতি তেলেগু তেলেগু অভিষেক
২০১৭ কাভান মালার কে.ভি. আনন্দ তামিল
পা পাড়ী তরুণী পুনথেন্দ্রাল ধনুশ
২০১৮ জাঙ্গা থোপ্পুলি গোকুল
ইবলিশ ফিদা রোহিত ভি. এস. মালয়ালাম
২০১৯ ভাইরাস ড.সারা ইয়াকুব আলী আশিক আবু
ব্রাদার্স ডে জিমা জর্জ কালাভবন স্বজন
২০২০ ভানম কোট্টাটুম পৃথা জর্জ ধানা শেকারন তামিল
কোম্বু ভাতচা সিংগামড়াএখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্র ঘোষিত হবে এস. আর. প্রভাকরণ তামিল দৃশ্যধারণ চলছে
কোটিগোব্বা ৩Films that have not yet been released ঘোষিত হবে শিবা কার্তিক কন্নড় কন্নড়ে অভিষেকে
দৃশ্যধারণ চলছে

তথ্যসূত্র

  1. Soman, Deepa (৩ জুন ২০১৫)। "While acting, I let myself go, says Madonna"The Times of India। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৬ 
  2. "Madonna Sebastian reprises her role in Telugu remake of Naga Chaitanya-starrer Premam"। ২০ ফেব্রুয়ারি ২০১৬। 
  3. "Premam girl Madonna Sebastian not doing Vishal's next"Hindustan Times। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৬ 
  4. "Madonna Sebastian aka Celine of Premam to star in English feature film Humans of Someone"International Business Times। ১৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৬ 
  5. "Madonna likes to take things slowly"Deccan Chronicle। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬ 
  6. "Madonna's band to go live"The Times of India। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬ 
  7. "Premam' actress Madonna Sebastian releases her first music video"Daily News and Analysis। ৮ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৬ 
  8. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২০