বিশালবিবিধ দেশ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
বিশালবিবিধ শব্দটি সেই দেশকে বোঝায় যেখানে বিশ্বের অধিকাংশ প্রাণী প্রজাতি ও উপজাতীয় প্রজাতি বাস করে। ১৯৯৮ সালে কনজার্ভেশান ইন্টারন্যাশনাল (সিআই), একটি মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান ১৭টি বিশালবিবিধ দেশ চিহ্নিত করে।[১][২] এদের মধ্যে অনেকগুলি গ্রীষ্মপ্রধান অথবা প্রায়-গ্রীষ্মপ্রধান অঞ্চলে কিছু পুরোপুরি এবং কিছু আংশিকভাবে অবস্থিত। বিশাল বিবিধ মানে বৈচিত্র্যে বিশাল অবদান রাখা। একটি দেশকে বিশালবিবিধ হতে হলে অবশ্যই অন্তত ৫০০০টি উপজাতীয় উদ্ভিদ প্রজাতি থাকতে হবে এবং অবশ্যই সামুদ্রিক বাস্তুতন্ত্রের ধারে থাকতে হবে। বর্ণানুক্রমে বিশালবিবিধ দেশগুলি হল:[১]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |