বিমলেন্দু মুখোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিমলেন্দু মুখোপাধ্যায়
বিমলেন্দু মুখোপাধ্যায়
প্রাথমিক তথ্য
জন্মনামবিমলেন্দু মুখোপাধ্যায়
জন্ম(১৯২৫-০১-০২)২ জানুয়ারি ১৯২৫
গৌরীপুর, ময়মনসিংহ বৃটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ)
মৃত্যু২২ জানুয়ারি ২০১০(2010-01-22) (বয়স ৮৫)
ধরনহিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত
পেশাকণ্ঠশিল্পী, সংগীতজ্ঞ
বাদ্যযন্ত্রসেতার সুরবাহার

আচার্য পণ্ডিত বিমলেন্দু মুখোপাধ্যায় (২ জানুয়ারি, ১৯২৫ - ২২ জানুয়ারি, ২০১০) [১] ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের একজন বিদগ্ধ ও সারগ্রাহী সংগীতশিল্পী এবং সঙ্গীত শিক্ষক ছিলেন। [২][৩]

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

বিমলেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯২৫ খ্রিস্টাব্দের ২রা জানুয়ারি বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুরে। তিনি গৌরীপুরের জমিদার বীরেন্দ্রকিশোর রায়চৌধুরীর সহপাঠী ছিলেন।  কর্মজীবনে বিমলেন্দু মুখোপাধ্যায় স্টিল অথরিটি অব ইন্ডিয়ার ভিলাই ইস্পাত কারখানার  একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন। সঙ্গীতের প্রতি তাঁর প্রবল আকর্ষণ ছিল আবাল্য। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতের চর্চা করতেন। তিনি সেতারসরোদ, সুরবাহাররুদ্রবীণা, সারেঙ্গি সহ নানারকমের বাদ্যযন্ত্রের এবং কণ্ঠ সংগীতের রীতিমতো শিক্ষা নেন বহু সঙ্গীত শিক্ষক ও উস্তাদের কাছে। ইমদাদখানি ঘরানার সেতার শেখেন উস্তাদ এনায়েত খানের কাছে। তাঁর অন্যান্য  শিক্ষকদের তালিকায় ছিলেন  সেতারবাদক বলরাম পাঠক, খ্যাতনামা খেয়াল গায়ক বদরী প্রসাদ এবং পটিয়ালা ঘরানার জয়চাঁদ ভট্ট এবং কিরানা ঘরানা, রামপুর ঘরনার রুদ্রবীণা বাদক জোতিশচন্দ্র চৌধুরী, মাইহার ঘরানার  সারেঙ্গি এবং এসরাজের বাদক হাল্কেরাম ভাট এবং গয়া ঘরানার চন্দ্রিকাপ্রসাদ দুবে এবং  পাখোয়াজ বাদক মাধবরাও  আলকুটকার। তার সহপাঠী বীরেন্দ্রকিশোর রায় চৌধুরীর কাছ থেকে সুরশৃঙ্গার-বাদনে শিক্ষা নেন।[৪]

ভিলাইয়ে অবস্থানকালে তার বাড়িতে সঙ্গীতের চর্চা ছিল। প্রায়শই প্রবীণ সংগীতজ্ঞদের বাড়িতে আপ্যায়িত করতেন। কিংবদন্তি গায়ক ওস্তাদ বড়ে গুলাম আলী খানও আসতেন।

তিনি তার পুত্র পণ্ডিত বুধাদিত্য মুখোপাধ্যায়কে পাঁচ বৎসর বয়স থেকেই সেতার বাদন শেখাতেন। [৫] তাঁর অন্যান্য শিক্ষার্থীরা হলেন - শ্রী সুধাকর সেওলিকর, শ্রী অভিদ্র সেওলিকর, সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সুধীর, অনুপমা ভাগবৎ[৬] রাজীব জনার্দন এবং কমলা শঙ্কর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archived copy"। ২৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯ 
  2. "Stringing along"The Hindu। ১০ অক্টোবর ২০০৮। ১৪ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০০৯ 
  3. Who's who of Indian musiciansSangeet Natak Akademi। ১৯৬৮। পৃষ্ঠা 45। 
  4. "সেতার, সুরবাহার মায়েস্তো এবং গুরু পণ্ডিত বিমলেন্দু মুখার্জি"। সংগ্রহের তারিখ ২০২২-০১-০২ 
  5. Kinnear, Michael S (১৯৮৫)। A discography of Hindustani and Karnatic music। Greenwood Press। পৃষ্ঠা 39। আইএসবিএন 0-313-24479-0 
  6. "Sitar recital set for San Ramon"The Oakland Tribune। ১৯ মে ২০০৬। সংগ্রহের তারিখ ৬ মে ২০০৯