বিনালি ইলদিরিম
বিনআলি ইলদিরিম | |
---|---|
Binali Yıldırım | |
তুরস্ক জাতীয় সংসদের ২৮তম স্পিকার | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১২ জুলাই ২০১৮ | |
রাষ্ট্রপতি | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
ডেপুটি | মুস্তফা সেনটপ লেভেন্ট গর্ক মিথাত সাঙ্কার সেলাল আদান |
পূর্বসূরী | ইসমাইল কাহরামান |
তুরস্কের ২৭তম প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৪ মে ২০১৬ – ৯ জুলাই ২০১৮ | |
রাষ্ট্রপতি | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
ডেপুটি | |
পূর্বসূরী | আহমেত দাভুতোয়লু |
উত্তরসূরী | দপ্তর বিলুপ্ত (রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ান সরকার প্রধান হিসেবে) |
জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় নেতা | |
কাজের মেয়াদ ২৪ মে ২০১৭ – ৭ জুলাই ২০১৮ | |
ডেপুটি | মুস্তফা এলিতাস নাকি বস্তাঙ্কি ইল্কনুর ইন্সেওজ বুলেন্ত তুরান মেহমাত মুস |
নেতা | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
পূর্বসূরী | দোয়ান কুবাত |
উত্তরসূরী | নাকি বস্তাঙ্কি |
জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা | |
কাজের মেয়াদ ২২ মে ২০১৬ – ২১ মে ২০১৭ | |
পূর্বসূরী | আহমেত দাভুতোয়লু |
উত্তরসূরী | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
১ম পরিবহন, সামুদ্রিক এবং যোগাযোগ মন্ত্রী | |
কাজের মেয়াদ ২৪ নভেম্বর ২০১৫ – ২৪ মে ২০১৬ | |
প্রধানমন্ত্রী | আহমেত দাভুতোয়লু |
ডেপুটি | ইয়ুকসেল কসকুনিয়োরেক |
পূর্বসূরী | ফেরিদুন বিলগিন |
উত্তরসূরী | আহমেত আরস্লান |
কাজের মেয়াদ ১ নভেম্বর ২০১১ – ২৫ ডিসেম্বর ২০১৩ | |
প্রধানমন্ত্রী | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
ডেপুটি | ইয়াহিয়া বাস |
পূর্বসূরী | অবস্থান প্রতিষ্ঠিত |
উত্তরসূরী | লুতফি এলভান |
৫৯তম যোগাযোগ মন্ত্রী | |
কাজের মেয়াদ ৬ জুলাই ২০১১ – ১ নভেম্বর ২০১১ | |
প্রধানমন্ত্রী | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
পূর্বসূরী | হাবিপ সলুক |
উত্তরসূরী | অবস্থান বিলুপ্ত |
কাজের মেয়াদ ২৯ আগস্ট ২০০৭ – ৮ মার্চ ২০১১ | |
প্রধানমন্ত্রী | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
পূর্বসূরী | ইসমেত ইলমাজ |
উত্তরসূরী | হাবিপ সলুক |
কাজের মেয়াদ ১৮ নভেম্বর ২০০২ – ৮ মে ২০০৭ | |
প্রধানমন্ত্রী | আব্দুল্লাহ গুল রেজেপ তাইয়িপ এরদোয়ান |
পূর্বসূরী | নাকি কিনাসিওয়লু |
উত্তরসূরী | ইসমেত ইলমাজ |
তুরস্কের মহান জাতীয় সভার সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১ নভেম্বর ২০১৫ | |
নির্বাচনী এলাকা | ইজমির-১ (নভেম্বর ২০১৫, ২০১৮) |
কাজের মেয়াদ ৩ নভেম্বর ২০০২ – ৭ জুন ২০১৫ | |
নির্বাচনী এলাকা | ইস্তাম্বুল-১ (২০০২) এরজিনকান (২০০৭) ইজমির-২ (২০১১) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রেফাহিয়ে, তুরস্ক🇹🇷 | ২০ ডিসেম্বর ১৯৫৫
রাজনৈতিক দল | জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি |
দাম্পত্য সঙ্গী | সেমিহা ইলদিরিম (বি. ১৯৭৬) |
সন্তান | ৩ |
প্রাক্তন শিক্ষার্থী | ইস্তাম্বুল প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় মালমো ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি |
স্বাক্ষর | |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
বিনআলি ইলদিরিম (তুর্কি উচ্চারণ: [binaːˌli jɯldɯˈɾɯm]; জন্ম: ২০ ডিসেম্বর ১৯৫৫) হলেন একজন তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের গ্রান্ড ন্যাশনাল এসেম্বলির ২৮তম ও বর্তমান স্পিকার। এর পূর্বে তিনি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা ছিলেন এবং ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত তুরস্কের ২৭তম ও সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৭ সালে তুরস্কের সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে দিয়ে উপরাষ্ট্রপতির পদ অনুমোদন পাওয়ার মাধ্যমে তার মন্ত্রিসভা বিলুপ্ত হয়। অতঃপর তিনি নতুন সংসদের স্পিকারের দায়িত্ব লাভ করেন।
২০০২ তুর্কি সাধারণ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পূর্বে ইলদিরিম ইস্তানবুল ফাস্ট ফেরিস কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৪ থেকে ২০০০ পর্যন্ত এই দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ২০০২ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর, আব্দুল্লাহ গুলের মন্ত্রীসভায় যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। অতঃপর ২০০৩ সালে এরদোয়ান প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি ২০১১ পর্যন্ত যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]বিনালি তুরস্কের এরজিসান প্রদেশের রিফাইয়া জেলায় ১৯৫৫ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তার নাম, বিনালি-র আরবি অর্থ হল আলীর পুত্র।[১]
সংসদ সদস্য
[সম্পাদনা]বিনালি ইলদিরিম ইস্তানবুল প্রথম নির্বাচনি জেলা থেকে ২০০২ সালের সাধারণ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৭ সালের সাধারণ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিনালি ২০০৬ সালে নিজেকে অ্যালেভি সম্প্রদায়ের বলে উল্লেখ করেন এবং তিনি অ্যালেভি সম্প্রদায়ভুক্ত প্রার্থী হয়ে একে পার্টির জন্য কঠোর পরিশ্রম করবেন বলেছিলেন।[২]
২০১১ সালের সাধারণ নির্বাচনে ইলদিরিম ইজমির দ্বিতীয় নির্বাচনী জেলা থেকে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৩] তুরস্কের আইন অনুযায়ী একজন ব্যক্তি তিন মেয়াদের বেশি সংসদ সদস্য হতে পারে না, এর ফলে ইলদিরিম জুন ২০১৫ সাধারণ নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য অংশগ্রহণ করতে পারেননি।[৪] যাহোক, ৭ মাস পর নভেম্বর ২০১৫ সাধারণ নির্বাচনে ইজমির প্রথম নির্বাচনী জেলা থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে ফিরে আসেন।[৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]১৯৭৬ সালে, ইলদিরিম প্রাক্তন শিক্ষিকা সামিহা ইলদিরিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এরকান, আহমেদ ও বারান নামে তিনটি সন্তান রয়েছে।[৬] ২০১২ সালের ২৪শে নভেম্বর, তার সন্তানরা তিনজন মিলে ইস্তানবুলে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে যা পরে ইলদিরিমের স্ত্রীর নামে নামকরণ হয়েছে। তার স্ত্রী সামিহা ইলদিরিমও ডেভলপমেন্ট অ্যান্ড জাস্টিস পার্টির একজন সক্রিয় কর্মী।
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বার্লিন এবং ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি তুর্কি বিশ্ববিদ্যালয় বিনালি ইলদিরিমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'Benim adımı Alevi bir komşumuz koydu'"। www.birgun.net। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০১।
- ↑ "'AKP'de Alevi vekil olmalı'"। Haber3 (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০১।
- ↑ "İl il 24. dönem milletvekili listesi"। CNN Türk। ১২ জুন ২০১১। ২৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৮।
- ↑ "AKP'de üç dönem kuralına 9'u bakan 68 isim takılacak"। Sabah। ১১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "AKP İzmir'de Binali Yıldırım liste"। Dha.com.tr। ৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৮।
- ↑ sitesi, milliyet.com.tr Türkiye'nin lider haber। "Binali Yıldırım'ın eşi Semiha Yıldırım kimdir?"। MİLLİYET HABER - TÜRKİYE'NİN HABER SİTESİ। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০১।
- ↑ "Binali Yıldırım, Minister of Transport, Maritime Affairs and Communications"। Ministry of Transport, Maritime Affairs and Communications। ২০ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।