বিনায়ক সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিনায়ক সেন
মুম্বইতে ডাঃ বিনায়ক সেন, ২০০৯
জন্ম (1950-01-04) ৪ জানুয়ারি ১৯৫০ (বয়স ৭৪)
জাতীয়তাভারতীয়
শিক্ষাএমবিবিএস ও এমডি (শিশুরোগ)
মাতৃশিক্ষায়তনক্যালকাটা বয়েজ স্কুল, কলকাতা
খ্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ, ভেলোর
পেশাচিকিৎসক, সমাজসেবী
প্রতিষ্ঠানপিপল'স ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (পিইউসিএল)
২ বছর জেএনইউ দিল্লিতে অধ্যাপনা করেছেন
পরিচিতির কারণমানবাধিকার আন্দোলন
অপরাধের অভিযোগরাষ্ট্রদ্রোহ
অপরাধের শাস্তিযাবজ্জীবন কারাদণ্ড
দাম্পত্য সঙ্গীইলিনা সেন
সন্তানপ্রহ্নিতা সেন (কন্যা)
অপরাজিতা সেন (কন্যা)
পুরস্কারজোনাথান মান পুরস্কার, বিশ্ব স্বাস্থ্য ও মানবাধিকারের জন্য (২০০৮)

বিনায়ক সেন হলেন একজন ভারতীয় শিশুরোগজনস্বাস্থ্য বিশেষজ্ঞ।[১] তিনি একজন মানবাধিকার কর্মী। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছত্রিশগড়ের জেলে কারারুদ্ধ ছিলেন বহুদিন। বর্তমানে মুক্ত। বিনায়ক সেন পিপল'স ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (পিইউসিএল) নামক একটি সংস্থার জাতীয় উপ-সভাপতি।

প্রথমদিকে ছত্তীসগঢ় রাজ্যের গ্রামীণ আদিবাসী অধ্যুষিত অঞ্চলে দরিদ্র মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিলেন বিনায়ক সেন। পরে তিনি মানবাধিকার আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। ছত্তীসগঢ় সরকারের সঙ্গে স্বাস্থ্যবিভাগের সংস্কারের কাজ করার সময়[২] তিনি নকশাল-বিরোধী অপারেশনের সময় ছত্তীসগড় সরকারের মানবাধিকার লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন অহিংস পন্থায় আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের।[৩] ২০০৭ সালের মে মাসে তার বিরুদ্ধে বেআইনি নকশালপন্থীদের সমর্থনের অভিযোগে, ছত্তীসগঢ় স্পেশাল পাবলিক সিকিউরিটি আইন, ২০০৫ (সিএসপিএসএ) ও আনলফুল অ্যাকটিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট, ১৯৬৭ ভঙ্গ করার অভিযোগ আনা হয়।[৪][৫] প্রমাণস্বরূপ বলা হয়, তিনি জেলবন্দী নকশাল নেতা নারায়ণ সান্যাল (মাওবাদী) এর সঙ্গে দেখা করেছেন এবং তার কাছ থেকে নকশালপন্থীদের কাগজপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর তিনি প্রথমে রায়পুর দায়রা আদালতে ও পরে ২০০৭ সালের জুলাই মাসে ছত্তীসগড় হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন।[৬] কিন্তু তার সেই আবেদন নামঞ্জুর হয়। অবশেষে ২০০৯ সালের ২৫ মে সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে।[৭]

২০১০ সালের ২৪ ডিসেম্বর রায়পুরের দায়রা আদালত নকশালদের সাহায্য করার অপরাধে ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।[৮] বিনায়কের সমর্থকেরা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন।[৯][১০] তার বিরুদ্ধে প্রদর্শিত প্রমাণগুলিকে তারা গুরুত্বহীন বলেছেন।[১১][১২] অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিনায়ক সেনকে “প্রিজনার অফ কনসায়েন্স” বলে উল্লেখ করেছে।[১৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

বিনায়ক সেন একজন মেধাবী ডাক্তারীর ছাত্র ছিলেন। পাশ করার পর জনসেবা ও মানবাধিকারমূলক কাজকর্মে আত্মনিয়োগ করেন। তার স্ত্রী অধ্যাপিকা ইলিনা সেন। মায়ের নাম অনসূয়া সেন। মুক্তি পাওয়ার পর স্বগৃহ নদিয়া জেলা কল্যাণীতে বসবাস করছেন।

টীকা[সম্পাদনা]

  1. Sathyamala, C. (২০০৭)। "Binayak Sen: redefining health care in an unjust society"Indian Journal of Medical EthicsIV (3)। 18624134। ২৯ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০০৯  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. "Who is Dr Binayak Sen?"The Times of India। ২৪ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৫ 
  3. Tripathi, Purnima S. (মার্চ ১১–২৪, ২০০৬)। "People's war"Frontline। ১৫ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০০৯ 
  4. Rajendra K Sail (১৫ মে ২০০৭)। "Forwarded Appeal (India): Arrest of a prominent human rights activist over oppressive laws"। Asian Human Rights Commission। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Outrage over PUCL activist's arrest"। NDTV.com। ১৭ মে ২০০৭। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "No moral validation for imprisonment of Binayak Sen"। Vinay Sitapati। ১৩ জানুয়ারি ২০০৯। ২ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১০ 
  7. "Civil rights activist Binayak Sen gets bail"। Times of India। ২৫ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ মে ২০০৯ 
  8. "Dr Binayak Sen found guilty of sedition, gets life imprisonmentRead more: Dr Binayak Sen found guilty of sedition, gets life imprisonment"। The Times of India। ২৪ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৫ 
  9. "Activists write to president condemning Binayak sentence"NDTV। ২৬ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৫ 
  10. "A shocking verdict"The Hindu। ২৫ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৫ 
  11. "Unsigned letter holds the key to Binayak Sen case"The Hindu। ১৬ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৫ 
  12. Aman Sethi (২৬ ডিসেম্বর ২০১০)। "Unscreened footage throws light on Binayak Sen case"The Hindu। ২৮ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৫ 
  13. "India: Dr Binayak Sen'S Conviction And Life Sentence Mock Justice"Amnesty International। ২৪ ডিসেম্বর ২০১০। ২০১০-১২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১২-২৫ 

অন্যান্য সাইট থেকে[সম্পাদনা]