বিনয় কুমার দেওয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বিনয় কুমার চাকমা থেকে পুনর্নির্দেশিত)
বিনয় কুমার দেওয়ান
মন্ত্রীর পদমর্যাদায় উপজাতীয় বিষয়ক উপদেষ্টা
কাজের মেয়াদ
২৭ মার্চ ১৯৮৮ – ২ মে ১৯৯০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
২৫ মে ১৯৮৬ – ২৬ মার্চ ১৯৮৮
পার্বত্য রাঙ্গামাটি আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৯০
পূর্বসূরীআসন প্রতিষ্ঠিত
উত্তরসূরীদীপংকর তালুকদার
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৫-০৩-০৯)৯ মার্চ ১৯২৫
মৃত্যু২১ জুলাই ২০২১(2021-07-21) (বয়স ৯৬)
রাজনৈতিক দলজাতীয় পার্টি
সন্তান২ ছে‌লে, ১ কন্যা
আত্মীয়স্বজনকামিনী মোহন দেওয়ান (পিতা)

বিনয় কুমার দেওয়ান (৯ মার্চ ১৯২৫ – ২১ জুলাই ২০২১[১]) বাংলাদেশের রাঙ্গামাটির একজন রাজনীতিবিদ যিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবেও নিযুক্ত হয়েছিলেন।

জীবনী[সম্পাদনা]

বিনয় কুমার দেওয়ান ১৯২৫ সালের ৯ মার্চ রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করেন।[২] তার বাবা কামিনী মোহন দেওয়ান ১৯৫৪ সালে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৩]

তিনি কয়েক মেয়াদে ১৯৭০-১৯৮৫ সাল পর্যন্ত মগবান ইউনিয়ন চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮৪-৮৫ সালে রাঙ্গামাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন।

বিনয় কুমার দেওয়ান ১৯৮৬ সালে পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪] পরবর্তীতে, তিনি ২৫ মে ১৯৮৬ থেকে ২৬ মার্চ ১৯৮৮ পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।[৫] ১৯৮৭ সালে তিনি মন্ত্রীর পদমর্যাদায় উপজাতীয় বিষয়ক বাংলাদেশের রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন।[২] তিনি ১৯৮৮ সালেও পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৬]

মৃত্যু[সম্পাদনা]

বিনয় কুমার দেওয়ান ২০২১ সালের ২১ জুলাই রাঙ্গামাটির পাথরঘাটায় মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ানের পরলোকগমন"। নয়া দিগন্ত। ২১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১ 
  2. "বিখ্যাত ব্যক্তিত্ব"www.rangamati.gov.bd। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  3. "আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৯"মানবজমিন। ২৫ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. "মাননীয় প্রতিমন্ত্রীগণের কার্যকাল"বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  6. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০