বিষয়বস্তুতে চলুন

বিজয় রামরাজু শত্রুচারলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিজয় রামরাজু শত্রুচারলা (জন্ম: ৪ আগস্ট ১৯৪৮, চায়নামিরাঙ্গি, বিজয়নগরম জেলা, অন্ধ্র প্রদেশ) চায়না মিরাঙ্গি সামস্থানের জমিদার এর অন্ধ্রপ্রদেশ তেলুগু দেশম পার্টির সদস্য। তিনি পার্বতীপুরম (লোকসভা কেন্দ্র) প্রতিনিধিত্বকারী লোকসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি নবম, দশম এবং দ্বাদশ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। [] তিনি ওয়াইএস রাজা শেখর রেড্ডি মন্ত্রিসভায় (কংগ্রেস সরকার) অন্ধ্র প্রদেশের মন্ত্রিপরিষদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Members Bioprofile -"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৭