বিজয়লক্ষ্মী সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজয়ালক্ষ্মী সিং
জন্ম (1959-07-19) ১৯ জুলাই ১৯৫৯ (বয়স ৬৪)[তথ্যসূত্র প্রয়োজন]
অন্যান্য নামমুন্নি[১]
মাতৃশিক্ষায়তনমহীশূর বিশ্ববিদ্যালয়
পেশা
  • অভিনেত্রী
  • প্রযোজক
  • পরিচালক
  • পোষাক ডিজাইনার
দাম্পত্য সঙ্গীজয় জগদীশ
সন্তান
পিতা-মাতাডি. শঙ্কর সিং
প্রতিমা দেবী
আত্মীয়রাজেন্দ্র সিং বাবু (ভাই)
আদিত্য (ভাগ্নে)
রিশিকা সিং (ভাগ্নী)

বিজয়লক্ষ্মী সিং হলেন ভারতের কন্নড়ের একজন অভিনেত্রী, পরিচালক, পোষাক ডিজাইনার এবং প্রযোজক। [২] [৩] তিনি ৫০টিরও বেশি কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং টেলিভিশনে প্রচারিত প্রযেক্টগুলোতে সক্রিয়ভাবে জড়িত। [৪]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

বিজয়লক্ষ্মীর জন্ম মহীশূরে। তাঁর বাবা বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ডি. শঙ্কর সিং এবং মা প্রতিমা দেবী[৫] চলচ্চিত্র পরিচালক রাজেন্দ্র সিং বাবু তার বড় ভাই।[তথ্যসূত্র প্রয়োজন]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৮০-এর দশকের শুরুর দিকে বিজয়লক্ষ্মী চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। আত্মপ্রকাশের পর থেকে তিনি বিষ্ণুবর্ধন, অনন্ত নাগ, রবিচন্দ্রন, জয় জগদীশ এবং রামকৃষ্ণের মতো সেই সময়ের কন্নড় চলচ্চিত্রের শীর্ষ অভিনেতাদের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছিলেন। তিনি পুত্তনা কানাগাল, কে. বালাচান্দর, গীথাপ্রিয়া, কেএসএল স্বামী এবং নাগাথিহাল্লি চন্দ্রশেখর সহ শীর্ষ পরিচালকদের সাথেও কাজ করেছেন। ভাই রাজেন্দ্র সিং বাবুর পরিচালিত চলচ্চিত্র ভরি ভরজারি বেটে, বাঁধনা এবং হুভু হান্নুর কস্টিউম ডিজাইনার হিসেবেও কাজ করেছিলেন। ১৯৯০-এর দশকে তিনি রানি মহারানীর সাথে প্রোডাকশন কন্ট্রোলার হিসেবে কাজ শুরু করেন। ২০০০ সালের পর বিজয়লক্ষ্মী সিনেমা জগতের অনেক অলিগলিতেই ঘুরে বেড়িয়েছেন। তিনি একাধারে প্রযোজক, পরিচালক এবং সহায়ক অভিনেত্রী, এবং বেশ কয়েকটি জনপ্রিয় এবং সফল কন্নড় সিনেমার সাথে যুক্ত ছিলেন। তিনি ২০০০ সালে কন্নড় সিরিয়াল জোথে জোথেয়ালি দিয়ে টেলিভিশনের পর্দায় আসেন। [৬]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

কন্নড় অভিনেতা জয় জগদীশের সাথে তাঁর বিয়ে হয়। [৭] তাঁদের তিনজন কন্যাসন্তান আছে: ভাইসিরি, বৈভবী এবং বৈনিধি। সন্তানরা একইসাথে পরিচালিত ইয়ানা সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। [৭]

নির্বাচিত চলচ্চিত্র[সম্পাদনা]

অভিনেত্রী হিসেবে[সম্পাদনা]

  • শ্রীমান (১৯৮১)
  • প্রয়া প্রয়া প্রয়া (১৯৮২)
  • জগ্গু (১৯৮৩)
  • বেঙ্কিয়াল্লি আরালিদা হুভু (১৯৮৩)
  • ধরণী মন্ডলা মধ্যদোলেগে (১৯৮৩)
  • শপথ (১৯৮৪)
  • হুলি হেজ্জে (১৯৮৪)
  • ধর্ম (১৯৮৫)
  • পিঠামহা (১৯৮৫)
  • মাসানাদা হুভু (১৯৮৫)
  • সীলু নক্ষত্র (১৯৮৬)
  • হংকংনাল্লি এজেন্ট আমার (১৯৮৯)
  • নান্না প্রীথিয়া হুডুগি (২০০২)
  • ভিরা পরমপারে (২০১০)
  • পেট্রোম্যাক্স (২০২২)

পরিচালক হিসেবে[সম্পাদনা]

  • পুরুষ বড়ালী মঞ্জু ইরালী
  • ভারে বাহ
  • সুইটি নান্না জোডি
  • ইই বাঁধন
  • ইয়ানা (২০১৯)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bhumika K. (২ ফেব্রুয়ারি ২০১৬)। "'Bandhana' with Kannadigas"The Hindu। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১ 
  2. Muralidhar Khanaje (১২ এপ্রিল ২০১৬)। "All in the family"The Hindu। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১ 
  3. Roshan H. Nair (৩ মার্চ ২০২০)। "'Erasing a woman's work is their biggest weapon'"Deccan Herald। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১ 
  4. "Vijayalakshmi Singh enjoys a vacation in Madikeri"The Times of India। ১৪ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১ 
  5. "Veteran Kannada film actress Prathima Devi passes away"Deccan Herald। ৬ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১ 
  6. Vinay Lokesh (২৬ অক্টোবর ২০১৯)। "Vijayalakshmi Singh makes her debut on Kannada small screen"The Times of India। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১ 
  7. Sagarika Devika Bopanna (২৯ এপ্রিল ২০১৬)। "The energetic trio"Deccan Herald। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]