বিষয়বস্তুতে চলুন

বিজয়রাঘবগড় রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিজয়রাঘবগড় রাজ্য
विजैराघोगढ़
ব্রিটিশ সরকারের আরক্ষিত দেশীয় রাজ্য (১৮২৬–১৮৫৭)

ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাজদ্রোহের ফলে স্বাধীন রাজ্য গঠন (১৮৫৭–১৮৫৮) প্রাক্তন প্রশাসনিক বিভাগ
১৮২৬–১৮৫৮

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত বিজয়রাঘবগড় রাজ্য ও পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যের মানচিত্র
রাজধানীবিজয়রাঘবগড়
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৮২৬
১৮৫৮
বর্তমানে যার অংশকাটনি জেলা, মধ্যপ্রদেশ, ভারত

বিজয়রাঘবগড় রাজ্য [১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো। রাজ্যটির রাজধানী বিজয়রাঘবগড় শহরটি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে কাটনি জেলায় অবস্থিত। ১৮৫৭ খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময়ে রাজ্যটি ব্রিটিশবিরোধী কাজে যুক্ত থাকার দরুন বিদ্রোহদমনের পরে এটি ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় ও দেশীয় রাজ্যের মর্যাদা লুপ্ত হয়৷[২]

ইতিহাস[সম্পাদনা]

১৮২৬ খ্রিস্টাব্দ অবধি বিজয়রাঘবগড় রাজ্যটি বাঘেলখণ্ডের মৈহার নামে অপর একটি রাজ্যের অংশ ছিলো৷ ঐ বছরই ব্রিটিশ সরকার বিজয়রাঘবগড়ের সামন্তরাজাকে রাজ্যসনদ প্রেরণ করলে মৈহার ভেঙে নতুন রাজ্যের প্রতিষ্ঠা হয়৷ ১৮৫৭ খ্রিস্টাব্দে রাজ্যটির দ্বিতীয় শাসক সুর্যু প্রসাদের সময় রাজাও তার সৈন্যদল সিপাহী বিদ্রোহে ব্রিটিশদের বিরোধীতা করলে বিদ্রোহ দমনকালে ব্রিটিশ সরকার রাজ্যটিকে দখল করেন৷ ফলে প্রতিষ্ঠার মাত্র কিছু দিনের মধ্যে রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়৷ ১৮৫৮ খ্রিস্টাব্দে স্বত্ববিলোপ নীতির দুরাচারী ও অসমর্থ রাজার অজুহাতে বিজয়রাঘবগড় রাজ্যটির রাজপদ বিলুপ্ত করে ব্রিটিশ ভারতের জব্বলপুর জেলার অংশীভূত করা হয়৷[২]

শাসকবর্গ[সম্পাদনা]

  • ১৮২৬ - ১৮৪৫ : প্রয়াগ দাস[২]
  • ১৮৪৫ - ১৮৫৮ : সুর্যু (সূর্য) প্রসাদ[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Imperial Gazetteer of India19। Clarendon Press। ১৯০৮। পৃষ্ঠা 241। 
  2. David P. Henige (২০০৪)। Princely States of India: A Guide to Chronology and Rulers। Orchid Press। পৃষ্ঠা 36। আইএসবিএন 978-974-524-049-0