বিকল্প মেহতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিকল্প মেহতা
জন্ম (1989-12-12) ১২ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ৩৪)
পেশাঅনুকরণ শিল্পী, কৌতুকাভিনেতা
কর্মজীবন২০১২ – বর্তমান

বিকল্প মেহতা একজন ভারতীয় অনুকরণ শিল্পী এবং অভিনেতা। তিনি মূলত বলিউড অভিনেতা অক্ষয় কুমারের অনুকরণ করার জন্য এবং দ্য কপিল শর্মা শো, ইন্ডিয়া'স গট ট্যালেন্ট, কমেডি নাইটস উইথ কপিল, এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুছ ভি করেগা, কমেডি সার্কাস এবং দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি ড্রামা-র মতো বিভিন্ন টেলিভিশন কমেডি শো-তে অভিনয়ের জন্য পরিচিত।[১][২]

এছাড়াও তিনি অ্যান্ডটিভি-তে লাইফ কা রিচার্জ কমেডি শো উপস্থাপনা করেছেন, যেটি প্রযোজনা করেছিলেন শচীন মোহিতে।[৩]

প্রারম্ভিক জীবন ও পড়াশোনা[সম্পাদনা]

বিকল্প মেহতা ১৯৮৯ সালের ১২ ডিসেম্বর রাজস্থানের পালিতে একটি জৈন পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি চাকরিজীবী সঞ্জীব মেহতা এবং অনিতা মেহতার বড় ছেলে। বিকল্পের শৈশব কেটেছে পালিতে। তিনি পালিতে তার স্কুলের পড়াশোনা শেষ করেন। পরে তিনি রোহতক, হরিয়ানায় অবস্থিত মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ইভেন্ট ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেছেন।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ২০১৬ ইউবিএ প্রো বাস্কেটবল লিগ সিজনও উপস্থাপনা করেছিলেন এবং একজন উপস্থাপক হিসেবে এটি ছিল তার সেরা পারফরম্যান্সগুলির মধ্যে একটি। বিকল্পকে ২০০৯ সালে সনি টিভি-তে এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুছ ভি করেগা শো-তেও দেখা গিয়েছিল। বিকল্প অক্ষয় কুমারকে তার অনুপ্রেরণা এবং তার অসাধারণ সাফল্যের প্রধান কারণ হিসেবে বিবেচনা করেন।[৪][৫]

টেলিভিশন[সম্পাদনা]

বছর অনুষ্ঠান ভূমিকা
২০১২–১৩ কমেডি সার্কাস কে অজুবে অতিথি উপস্থিতি
২০১৫ লাইফ কা রিচার্জ উপস্থাপক
২০১৫ দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি ড্রামা অতিথি উপস্থিতি
২০১৫–১৬ ২০১৬ ইউবিএ প্রো বাস্কেটবল লিগ সিজন টেন স্পোর্টস-এ উপস্থাপক
২০১৬ দ্য কপিল শর্মা শো অতিথি উপস্থিতি
২০২২ দ্য কপিল শর্মা শো অক্ষয় কুমারের অনুকরণ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্রতিবেদন, নিজস্ব। "অক্ষয়কে নকল করেই বাজিমাত! কোথাও যেন খিলাড়িকেও টেক্কা দিয়েছেন বিকল্প"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫ 
  2. "Vikalp Mehta's Akshay Kumar impression stumps all on The Kapil Sharma Show, fans want him in Hera Pheri 3"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫ 
  3. ANI (২০২৩-০৪-১৬)। "Salman applauds the way comedian Vikalp Mehta mimics Akshay Kumar"The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫ 
  4. "Akshay Kumar never discouraged me from imitating him: Lookalike Vikalp Mehta"Zee News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫ 
  5. "TKSS star Vikalp Mehta stuns Tabu, Nora with Akshay Kumar's mimicry, netizens say 'cast him in Hera Pheri 3'"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]