বিএন জরিপ বোট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রেণি'র সারাংশ
নাম: বিএন জরিপ বোট
নির্মাতা:
ব্যবহারকারী:  বাংলাদেশ নৌবাহিনী
নির্মিত: ২০১৮-২০২০
অনুমোদন লাভ: ২০২০-বর্তমান
সম্পন্ন: ২টি
সক্রিয়: ২টি
সাধারণ বৈশিষ্ট্য
ওজন: ২২.৫ টন
দৈর্ঘ্য: ১৪.৭ মিটার (৪৮ ফু)
প্রস্থ: ৫.১ মিটার (১৭ ফু)
ড্রাফট: ১.৫ মিটার (৪.৯ ফু)
প্রচালনশক্তি:
  • ২ x ৩০১ অশ্বশক্তি (২২৪ কিওয়াট) কামিন্স কিউএসবি৬.৭ ডিজেল ইঞ্জিন (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ২ × ২২.৪ কিলোওয়াট বেটা মেরিন জেনারেটর (যুক্তরাজ্য);
  • জেডএফ ডব্লিউ৩২০ গিয়ারবক্স (জার্মানি)
গতিবেগ: ১৬ নট (৩০ কিমি/ঘ; ১৮ মা/ঘ)
সীমা: ৪১৫ নটিক্যাল মাইল (৪৭৮ মা; ৭৬৯ কিমি), ১২ নট (২২ কিমি/ঘ; ১৪ মা/ঘ) গতিতে
লোকবল: ৮ জন
সেন্সর এবং
কার্যপদ্ধতি:
  • ১ × জেআরসি জেএমএ-৫২১২-৪বিবি এক্স-ব্যান্ড র‍্যাডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১ × হাল মাউনন্টেড মাল্টি-বিম ইকো সাউন্ডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১ × হাল মাউনন্টেড সিঙ্গেল-বিম ইকো সাউন্ডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১ × ডিজিপিএস রিসিভার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১ × সাউন্ড ভেলোসিটি প্রোফাইলার (যুক্তরাজ্য);
  • ১ × মাল্টিরোল ডিসপ্লে সহ নেভিগেশন রাডার (জাপান);
  • ১ × ডাইকো টি-১৩০এসএল; স্টেইনার নেভিগেটর প্রো ৭×৫০ চৌম্বকীয় কম্পাস (জাপান);
  • ১ × ফুরুনো জিপি-১৭০ জিপিএস রিসিভার;
  • ১ × ইকো সাউন্ডার (কোডেন সিভিএস-১২৬);
  • ১ × রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর;
  • ১ × আইকম আইসি-এম৫০৬ ভিএইচএফ সেট;
  • ১ × আইকম আইসি-এম২৫ পোর্টেবল ভিএইচএফ;
  • ২ × ভিএইচএফ ওয়াকিটকি সেট (আইকম/মটোরোলা)

বিএন জরিপ বোট হলো বাংলাদেশে নির্মিত জরিপ জাহাজের শ্রেণী যা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ব্যবহৃত হয়। এই জাহাজগুলো গ্লোবাল মেরিন ডিজাইন, অস্ট্রেলিয়া এবং মেরিন কনসালটেন্সি, সিঙ্গাপুর এর প্রযুক্তিগত সহায়তায় খুলনা শিপইয়ার্ডে নির্মাণ করা হয়। প্রতিটি জাহাজ সামুদ্রিক এবং উপকূলীয় অঞ্চলে সকল প্রকার হাইড্রোগ্রাফিক এবং ওশানোগ্রাফিক জরিপ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।[১][২][৩][৪][৫][৬][৭][৮]

ইতিহাস[সম্পাদনা]

সশস্ত্র বাহিনীর জন্য গৃহীত দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার দেশীয় উৎস থেকে সমরাস্ত্র সংগ্রহ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। দেশের অভ্যন্তরীণ অগভীর ও সংকীর্ণ উপকূলীয় এলাকায় সহজে চলাচলের উপযোগী এবং সকল প্রকার হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম জাহাজের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়। এরই ধারাবাহিকতায় ৩ জুন, ২০১৮ সালে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর এর মধ্যে জরিপ জাহাজ নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাজ নির্মাণে প্রয়োজনীয় নকশা ও প্রযুক্তি সরবরাহ করে গ্লোবাল মেরিন ডিজাইন, অস্ট্রেলিয়া এবং মেরিন কনসালটেন্সি, সিঙ্গাপুর। ৯ জুলাই, ২০১৮ সালে জাহাজ নির্মাণে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের জন্য খুলনা শিপইয়ার্ড এবং এমআরজেড ইন্টারন্যাশনাল কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর, ২০১৮ সালে তৎকালীন সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়াল) রিয়ার এডমিরাল এম শফিউল আজম- এনইউপি, এনডিসি, পিএসসি মহোদয় কর্তৃক কিল লেয়িং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজের নির্মাণ কাজ শুরু হয়। গ্লোবাল মেরিন ডিজাইন, অস্ট্রেলিয়া এবং মেরিন কনসালটেন্সি, সিঙ্গাপুর এর প্রযুক্তিগত সহায়তায় সর্বশেষ ১৪ মে, ২০২০ সালে জাহাজটির লঞ্চিং অনুষ্ঠান সম্পন্ন হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্রান্স ভিত্তিক ক্লাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিটাস (বিভি) এর নীতিমালা অনুসরন করে জাহাজটি নির্মিত হয়।

বৈশিষ্ট্য ও যান্ত্রিক কাঠামো[সম্পাদনা]

বিএন জরিপ বোট-শ্রেণীর প্রতিটি জাহাজের দৈর্ঘ্য ১৪.৭ মিটার (৪৮ ফু), প্রস্থ ৫.১ মিটার (১৭ ফু) এবং গভীরতা ১.৫ মিটার (৪.৯ ফু)। এছাড়াও জাহাজে রয়েছে ২টি ৩০১ অশ্বশক্তি (২২৪ কিওয়াট) কামিন্স কিউএসবি৬.৭ ডিজেল ইঞ্জিন (মার্কিন যুক্তরাষ্ট্র) এবং ২টি ২২.৪ কিলোওয়াট বেটা মেরিন জেনারেটর (যুক্তরাজ্য)। যার ফলে জাহাজ দুটি ঘন্টায় সর্বোচ্চ ১৬ নট (৩০ কিমি/ঘ; ১৮ মা/ঘ) গতিতে চলতে সক্ষম। সেন্সর এবং কার্যপদ্ধতি হিসেবে জাহাজটিতে রয়েছে:

  • ১টি জেআরসি জেএমএ-৫২১২-৪বিবি এক্স-ব্যান্ড র‍্যাডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি হাল মাউনন্টেড মাল্টি-বিম ইকো সাউন্ডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি হাল মাউনন্টেড সিঙ্গেল-বিম ইকো সাউন্ডার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি ডিজিপিএস রিসিভার (মার্কিন যুক্তরাষ্ট্র);
  • ১টি সাউন্ড ভেলোসিটি প্রোফাইলার (যুক্তরাজ্য);
  • ১টি মাল্টিরোল ডিসপ্লে সহ নেভিগেশন রাডার (জাপান);
  • ১টি ডাইকো টি-১৩০এসএল; স্টেইনার নেভিগেটর প্রো ৭×৫০ চৌম্বকীয় কম্পাস (জাপান);
  • ১টি ফুরুনো জিপি-১৭০ জিপিএস রিসিভার;
  • ১টি ইকো সাউন্ডার (কোডেন সিভিএস-১২৬);
  • ১টি রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর;
  • ১টি আইকম আইসি-এম৫০৬ ভিএইচএফ সেট;
  • ১টি আইকম আইসি-এম২৫ পোর্টেবল ভিএইচএফ;
  • ২টি ভিএইচএফ ওয়াকিটকি সেট (আইকম/মটোরোলা)।

রণসজ্জা[সম্পাদনা]

দুর্যোগ ও শান্তি কালীন সময়ে সহায়ক ভূমিকায় নিয়োজিত এই জাহাজটিতে রয়েছে:

  • ২টি সিআইএস-৫০ ১২.৭ মিমি বিমান-বিধ্বংসী মেশিনগান;
  • এছাড়াও যুদ্ধকালীন বিশেষ পরিস্থিতিতে জাহাজটিতে ২টি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিউডব্লিউ-২ ম্যানপ্যাড মোতায়েন করা যায়।

জাহাজসমূহ[সম্পাদনা]

 বাংলাদেশ নৌবাহিনী
 পরিচিতি সংখ্যা   নাম   নির্মাতা   নির্মাণ শুরু   লঞ্চিং    হস্তান্তর   কমিশন   অবস্থা 
জেবি-০১ বানৌজা জরিপ বোট-১ খুলনা শিপইয়ার্ড ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৪ মে, ২০২০ - - সক্রিয়
জেবি-০২ বানৌজা জরিপ বোট-২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "02 X JARIP BOAT – Khulna Shipyard Ltd" (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-২৭ 
  2. "JARIP BOAT – Khulna Shipyard Ltd" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১১ 
  3. Maritime, Baird (২০২১-১০-২২)। "VESSEL REVIEW | JB-01 & JB-02 – Durable shallow-draught survey boats for Bangladesh Navy"Baird Maritime (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩০ 
  4. Maritime, Baird (২০২২-০৩-২৩)। "AWARDS 2021 | Best Survey Vessel – JB-01 – Marine Consultancy Singapore"Baird Maritime (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৪-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২১ 
  5. "02টি জরিপ বোট এর কিল লেয়িং অনুষ্ঠান। প্রধান অতিথি: রিয়ার এডমিরাল এম শফিউল আজম, এনইউপি, এনডিসি, পিএসসি, সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়াল)"www.facebook.com। ২০২৩-০৭-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৬ 
  6. "বাংলাদেশ নৌ বাহিনীর জন্য খুশিলিতে নির্মাণাধীন ০২ টি জরিপ বোট এর লঞ্চিং অনুষ্ঠান (১৪ মে ২০২০)"www.facebook.com। ২০২৩-০৪-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৬ 
  7. "বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে খুশিলি টিম কর্তৃক জরিপ বোট- ১ এর সফল রিভার ট্রায়াল। | By Khulna Shipyard Ltd | Facebook"www.facebook.com। ২০২৩-০৪-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৬ 
  8. "বাংলাদেশ নৌবাহিনীর উপস্থিতিতে খুশিলি টিম কর্তৃক জরিপ বোট- ১ এর সফল সী ট্রায়াল। | By Khulna Shipyard Ltd | Facebook"www.facebook.com। ২০২৩-০৪-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৬