বাসুকি পর্বত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
  • বাসুকি পর্বত
  • (Vasuki Parbat)
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৬,৭৯২ মিটার (২২,২৮৩ ফুট)
সুপ্রত্যক্ষতা৫২০ মি (১,৭১০ ফু) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আরোহণ
প্রথম আরোহণ১৯৭৩, ইন্দো-টিবেটিয়ান সীমানা পুলিশ

বাসুকি পর্বত ৬৭৯২মিটার উচ্চতার একটি পর্বতশৃঙ্গ। ভারতএর উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত হিমালয়ের পর্বত্মালার অন্তর্গত এই বাসুকি পর্বত। পশ্চিম গাড়োয়াল হিমালয়ের পার্বত্যাঞ্চলের গঙ্গোত্রী পর্বতশ্রেনীর অন্তর্গত।

বাসুকি পর্বত

ভূগোল[সম্পাদনা]

বাসুকি পর্বত গঙ্গোত্রী হিমবাহএর পূর্বে এবং চতুরঙ্গি হিমবাহএর দক্ষিণ দিকে অবস্থিত। বাসুকি পর্বতের দক্ষিণ প্রান্ত হতে একটি গিরিশ্রেনী অবস্থিত, ৬৭০২ মিটার উচ্চ, বাসুকির দক্ষিণ শিখর অবধি এবং তারপর এই গিরিশ্রেনী পশ্চিমে ভাগিরথী-১ (৬৮৫৬মিটার) অবধি বিস্তৃত রয়েছে। ৭০৭৫ মিটার উচ্চ সতোপন্থ পর্বতশিখর বাসুকি পর্বতের দক্ষিণ-পূর্বে ৪.৯ কিলোমিটার দূরে অবস্থিত। এই দুই পর্বতের মাঝখানে অবস্থান করছে একটি উত্তরমুখী হিমবাহ যেটি চতুরঙ্গি হিমবাহকে সমৃদ্ধ করেছে।

আরোহণ[সম্পাদনা]

১৯৭৩ খ্রীষ্টাব্দে ২রা অক্টোবর ইন্দো-টিবেটিয়ান সীমানা পুলিশ এই পর্বতের শীর্ষে আরোহণ করেন। [১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]