বালি (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বালি
বালি (চলচ্চিত্র).JPG
পরিচালকএস জে সূর্য
প্রযোজকএস এস চক্রবর্তী
রচয়িতাএস জে সূর্য
শ্রেষ্ঠাংশেঅজিত কুমার
সিমরান
জ্যোতিকা
সুরকারদেব
চিত্রগ্রাহকজীব
অতিরিক্ত চিত্রগ্রাহক:
এম এস প্রভু
সম্পাদকবি লেনিন
ভি টি বিজয়ন
প্রযোজনা
কোম্পানি
নিক আর্টস
মুক্তি৩০ এপ্রিল ১৯৯৯
দৈর্ঘ্য১৫৮ মিনিট[১]
দেশভারত
ভাষাতামিল

বালি (তামিল: வாலி) হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র যেটি রচনা ও পরিচালনা করেন এস জে সূর্য, এবং প্রযোজনা করেন এস এস চক্রবর্তী নিক আর্টস প্রোডাকশনের ব্যানারে। এটি ছিলো সূর্য পরিচালিত প্রথম চলচ্চিত্র। অজিত কুমার এবং সিমরান চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং জ্যোতিকা অভিনীত প্রথম তামিল চলচ্চিত্র এটিই ছিলো যদিও তিনি একটি ছোটো ভূমিকায় ছিলেন এবং অজিত কুমারের ভূমিকা ছিলো দ্বৈত। এছাড়াও চলচ্চিত্রটিতে বিবেক, পাণ্ডু এবং লিভিংস্টোন সহকারী ভূমিকায় অভিনয় করেন। রামায়ণ এর কাহিনীতে বর্ণিত 'বালি' চরিত্রের ওপর ভিত্তি করে এই চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে, এই চলচ্চিত্রটিতে দেব এবং শিব নামের দুই যমজ ভাই থাকে যাদের দুজনেরই চেহারা একই রকম, এখানে দেব আবার কানে শুনতে পায়না এবং কথা বলতে পারেনা। শিব প্রিয়া নামের একটা মেয়েকে প্রেম করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, এই প্রিয়ার প্রতি দেবের একটা আকর্ষণ ওদের বিয়ের আগে থেকেই থাকে, তবে দেব পরে জানতে পারে যে মেয়েটা তার ভাইয়ের প্রেমিকা কিন্তু তাও তার প্রতি তার আকর্ষণ থেকে যায়।[২][৩]

অভিনেতা অজিত কুমার তার দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার - তামিল পেয়েছিলেন। এই চলচ্চিত্রটি হিন্দি ভাষায় সীসা নামে পুনর্নির্মাণ করা হয়েছিলো এবং সেটি ২০০৫ সালে মুক্তি পায়, ওখানে অভিনেত্রী নেহা ধুপিয়া দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন আর সঙ্গে নায়ক ছিলেন সোনু সুদ

চরিত্রায়নে[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]