বারীন্দ্রনাথ কোলে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারীন্দ্রনাথ কোলে
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৭৭ – ১৯৯৬
পূর্বসূরীআফিয়াবুদ্দিন মন্ডল[১]
উত্তরসূরীপ্রত্যুষ মুখোপাধ্যায়[১]
সংসদীয় এলাকাআমতা
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩১-১২-০১)১ ডিসেম্বর ১৯৩১
খোশালপুর, আমতা
মৃত্যু১১ এপ্রিল ২০১৮(2018-04-11) (বয়স ৮৬)
এসএসকেএম হাসপাতাল, কলকাতা, পশ্চিমবঙ্গ
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীসান্তি কোলে
বাসস্থানবালিপোতা, আমতা, হাওড়া, পশ্চিমবঙ্গ
জীবিকারাজনীতিবিদ
শিক্ষক

বারীন্দ্রনাথ কোলে ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি একজন কৃষক নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সদস্য ছিলেন। তিনি ১৯৭৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আমতা বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন।[১] তিনি আমতা প্রথম বানেশ্বরপুর রামচন্দ্রপুর আনুলিয়া ইউনাইটেড হাই স্কুলে ইতিহাসের শিক্ষক ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Amta Assembly Constituency Election Result, সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১০