বানিয়াগাঁতি এস. এন. একাডেমী স্কুল এন্ড কলেজ
প্রাক্তন নামসমূহ | সীতানাথ একাডেমি |
---|---|
নীতিবাক্য | শিক্ষা নিয়ে গড়ব দেশ |
ধরন | বেসরকারি কলেজ |
স্থাপিত | ১৯৪৭ |
ইআইআইএন | ১২৮০২৯ |
অধ্যক্ষ | খোন্দকার নজরুল ইসলাম [১] |
প্রধান শিক্ষক | কামরুল হাসান (স্কুল শাখা) |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪৭ এর অধিক |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩২ এর অধিক |
শিক্ষার্থী | ৮৯৫ জন প্রায় |
ঠিকানা | দক্ষিণ বানিয়াগাঁতি , , |
সংক্ষিপ্ত নাম | বি.এস.এন.এ |
অধিভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী |
ওয়েবসাইট | bsnac |
বানিয়াগাঁতি এস. এন. একাডেমী স্কুল এন্ড কলেজ বাংলাদেশের সিরাজগঞ্জের একটি উচ্চবিদ্যালয় ও কলেজ। বর্তমানে এ প্রতিষ্ঠানে প্রায় ১০০০ এর অধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে।[৩] প্রতিষ্ঠানটি বানিয়াগাঁতি কলেজ নামেও পরিচিত।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক বিষয় রাজশাহী শিক্ষা বোর্ড দ্বারা নির্ধারিত বিষয়বস্তু এখানে পড়ানো হয়। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি উভয় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে।
ইতিহাস
[সম্পাদনা]প্রতিষ্ঠানটি ১৯৩৮ সালে অত্র এলাকার বিদ্যানুরাগী, প্রভাব শালী, হিতৈষী ও হিন্দু তফশীল ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় এম.ই স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এর পর ১৯৪৭ ইং সালে মাধ্যমিক স্তরে এবং ১৯৯৮ সালে তৎকালীন এম.পি ও মাননীয় মন্ত্রী আলহাজ মোঃ আব্দুল লতিফ বিশ্বাস মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়।[৪]
অর্জন
[সম্পাদনা]বিগত বছরগুলাতে শিক্ষা ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য বেশ সুনাম অর্জন করেছে। রেকর্ড সংখ্যক পাশের হার এবং সর্বাধিক এ+ পাওয়ার গৌরব অর্জন এ প্রতিষ্ঠানটি করেছে। বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করায় অত্র প্রতিষ্ঠানটির ব্যাপক পরিচিতি রয়েছে।
শিক্ষাক্রম
[সম্পাদনা]বানিয়াগাঁতি এস. এন. একাডেমী স্কুল এন্ড কলেজ জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে থাকে। জাতীয় শিক্ষাক্রমের নিয়মানুযায়ী ৯ম এবং ১১শ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান,বাণিজ্য ও মানবিক এই তিনটি বিভাগের যেকোনো একটি নির্বাচন করা বাধ্যতামূলক এবং সে অনুযায়ী নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের নিজ পছন্দমত বিভাগ নির্বাচনের স্বাধীনতা রয়েছে।
ছাত্র-ছাত্রীর সংখ্যা
[সম্পাদনা]- স্কুল শাখা
বর্তমানে স্কুল শাখায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আনুমানিক ৬০০-৭০০জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
- কলেজ শাখা
বর্তমানে কলেজ শাখায় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আনুমানিক ৩০০-৪০০জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
শিক্ষকমণ্ডলী
[সম্পাদনা]- স্কুল শাখা
- কামরুল হাসান–প্রধান শিক্ষক।
- কলেজ শাখা
- খন্দকার নজরুল ইসলাম–অধ্যক্ষ।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ https://www.google.com/maps/place/Baniaganti+S+N+Academy...,+দক্ষিণ+বানিয়াগাতি,+Bangladesh/@24.3016945,89.6712521,17z/data=!4m2!3m1!1s0x39fddd1a5e13165d:0xecc24f46e2e518f4?hl=bn&gl=US
- ↑ https://edu.review.net.bd/BANIAGATI-S-N-ACADEMY-SCHOOL-&-COLLEGE[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। Archived from the original on ২০ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।