বাঙ্গারু ঊষা রানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাঙ্গারু উষা রানী, ভারতের অন্ধ্র প্রদেশের আইনসভার সদস্য। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন। তিনি ২০০৯ সালের ১৬ মে পলাকল্লু আসন থেকে প্রজা রাজ্যম দলের সভাপতি কোনিডেলা চিরঞ্জিভিকে পরাজিত করে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। [১]

রাজনৈতিক ক্যারিয়ার[সম্পাদনা]

তিনি পালকোল্লু পৌরসভার চেয়ারপারসন ছিলেন। তিনি ২০০৯-২০১৪ মেয়াদে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্ধ্রপ্রদেশ বিধানসভার সদস্য ছিলেন। তিনি আর্য বৈশ্য সম্প্রদায়ভুক্ত।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "More women make it to Assembly, Lok Sabha - ANDHRA PRADESH"The Hindu। ২০০৯-০৫-২৩। ২০০৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২৮