বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি
গঠিতমার্চ ১৯৭২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটবাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি

বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি[১] বাংলাদেশের ভূবিজ্ঞানীদের একটি বেসরকারি ও অরাজনৈতিক জাতীয় সংগঠন এবং এটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত।[২][৩][৪] বাংলাদেশের ভূবিজ্ঞানী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের কল্যাণার্থে এবং দেশে ভূতাত্ত্বিক শিক্ষা ও গবেষণা, শিল্প ও প্রযুক্তিগত উৎপাদনের মান উন্নয়নের লক্ষ্যে এই সমিতি গঠিত হয়।

ইতিহাস[সম্পাদনা]

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর পরই ১৯৭২ সালের মার্চ মাসে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি প্রতিষ্ঠিত হয়। সমিতি বছরে দুবার বাংলাদেশ ভূতাত্ত্বিক জার্নাল (Bangladesh Journal of Geology) নামে সাময়িকী প্রকাশ করে থাকে।[২]

লক্ষ্য ও উদ্দেশ্য[সম্পাদনা]

বাংলাদেশে ভূতাত্ত্বিক বিজ্ঞান ক্ষেত্রে শিক্ষার মান ও গবেষণা বৃদ্ধি, সম্প্রসারণ ও উন্নতি সাধন করা এই সমিতির মূল লক্ষ্য। এ লক্ষ্যে সমিতি নিবন্ধ, প্রতিবেদন, সাময়িকী ও জার্নাল প্রকাশনার মাধ্যমে ভূতত্ত্বের জ্ঞান ও প্রয়োগ সম্প্রসারণ করে থাকে। সমিতি ষাম্মাসিক ভিত্তিতে বাংলাদেশ ভূতাত্ত্বিক জার্নাল নামে সাময়িকী প্রকাশ করে থাকে। বিভিন্ন সময়ে সম্মেলন, সেমিনার, আলোচনাচক্র, বক্তৃতামালা ও কর্মশালার আয়োজন করে থাকে। ১৯৭২ সাল থেকে সমিতি জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ববহ বিষয়াবলীর ওপর বেশ কিছু বক্তৃতামালা, আলোচনাসভা ও সিম্পোজিয়ামের আয়োজন করেছে।

সাংগঠনিক কাঠামো[সম্পাদনা]

সমিতিতে চার ধরনের সদস্যপদ চালু রয়েছে, যথা- সাধারণ সদস্য, আজীবন সদস্য, সম্মানিক সদস্য ও সহযোগী সদস্য। একজন সভাপতি, তিনজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন আন্তর্জাতিক সচিব, একজন দপ্তর সম্পাদক এবং ১১ জন নির্বাহী সদস্য নিয়ে সমিতির পরিষদ গঠিত।[২]

ফায়াজ হুসেন খান ১৯৭৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সমিতির সভাপতি ছিলেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jahangirnagar University"juniv.edu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮ 
  2. সিফাতুল কাদের চৌধুরী (২০১২)। "বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. Bangladesh, Asiatic Society of (২০০২)। Journal of the Asiatic Society of Bangladesh (ইংরেজি ভাষায়)। Asiatic Society of Bangladesh.। পৃষ্ঠা 59। 
  4. Khan, F. H. (১৯৯১)। Geology of Bangladesh (ইংরেজি ভাষায়)। Wiley Eastern। আইএসবিএন 9788122402766 
  5. মোঃ মাহবুব মোর্শেদ (২০১২)। "খান, এফ.এইচ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743